প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিধানসভায় মন্ত্রীদের হাজিরা খাতার সই করার নিয়ম নিয়ে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর নির্দেশেই বিধানসভার চলতি অধিবেশন থেকে শুরু হয়েছে এই নিয়ম। শুক্রবার থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশনে হাজিরা নিয়ে এবার বেশিই কড়া তৃণমূল শিবির। খোদ মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর নির্দেশ, বিধানসভায় প্রবেশ ও বেরনোর সময় বিধায়কদের সই করা বাধ্যতামূলক। দলকে না জানিয়ে কারও অনুপস্থিতি গ্রাহ্য হবে না। এমনই বিবিধ কড়া নিয়মের বেড়াজালে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে শুক্রবার থেকে। পরিষদীয় মন্ত্রীর ঘরে রাখা হাজিরা খাতায় সকলে সই করে ভিতরে ঢুকেছেন। আর তা নিয়ে প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম| তাঁকে বলতে শোনা গেল, ”আমরা কি স্কুলে পড়ি যে নিয়ম করে হাজিরা খাতায় সই করতে হবে? দলের নির্দেশ, তাই সই করলাম।” এর পর তিনি আরও বলেন, ”সকলের দায়িত্ব আছে। নিজের দায়িত্ব পালন করুক সবাই।”সূত্রের খবর, তৃণমূলে কর্পোরেট সংস্কৃতি লাগু করার যে অভিযান অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন তারই অংশ হিসাবে মন্ত্রীদের হাজিরা খাতায় সই করার নিয়ম চালু হয়েছে। কিন্তু প্রবীণ মন্ত্রীদের প্রায় সবাই এই পদ্ধতির বিরোধী।যত দিন যাচ্ছে তৃণমূলে অভিষেকের প্রভাব যে বাড়ছে তা মেনে নিচ্ছেন দলের নেতারাও। দল পরিচালনায় শৃঙ্খলা আনতে আইপ্যাকের মতো সংস্থাকে নিয়োগ করেছে তৃণমূলের সাধারণ সম্পাদক। তবে এই কর্পোরেট সংস্কৃতির সঙ্গে একমত নন তৃণমূলের অনেক প্রবীণ নেতা। তবে তাতে কিছু আসে যায় না দলের শীর্ষনেতৃত্বের। কারণ, পুরনোদের থেকে বরাবর নতুন মুখে বেশি ভরসা রাখে তৃণমূল।
Hindustan TV Bangla Bengali News Portal