দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- পঞ্চায়েত ভোটে আদালত অবমাননা মামলায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ১৫ ডিসেম্বর পর্যন্ত উত্তর দেওয়ার সময় দিল কলকাতা হাইকোর্ট। তবে প্রয়োজন মনে করলে আদালত তাঁকে আবার ডেকে পাঠাতে পারে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি টিএস শিবজ্ঞানম। এই মামলার পরবর্তী শুনানি ৮ জানুয়ারি।গত জুলাইয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আদালতের নির্দেশ মেনে হয়নি। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন বিরোধীরা। হাইকোর্টে শুনানির পর অবশেষে প্রধান বিচারপতির বেঞ্চ রাজীব সিনহার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। গত ১৩ অক্টোবর এই রুল জারি হয়। কমিশনারকে আজ অর্থাৎ ২৪ নভেম্বর আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতিরা।সেই নির্দেশ মেনে এদিন সকাল ১০টা নাগাদ রাজীব সিনহা পৌঁছে যান হাইকোর্টে। আবেদন জানান, তাঁকে জবাব দেওয়ার জন্য সপ্তাহ দুয়েক সময় দেওয়া হোক। সেই আর্জি মেনে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ তাঁকে সময় দেয়। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে হলফনামার আকারে জবাব দিতে হবে। আদালত প্রয়োজন মনে করলে আবারও রাজীব সিনহাকে ডেকে পাঠানো হতে পারে বলে জানানো হয়েছে।