Breaking News

‘মোদীর নেতৃত্বে বিজেপি-ই বানাবে সোনার বাংলা’!শুভেন্দুর পাশে দাঁড়িয়ে হুঙ্কার শাহের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ধর্মতলার সভা থেকে আবার রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে উপড়ে ফেলার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, ২০২৬ বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির সরকার গড়বে। কিন্তু বছর ঘুরলেই তো লোকসভা নির্বাচন। সেখানে কত আসন পাবে বিজেপি?‌ এবার নির্দিষ্ট করে কোনও সংখ্যা বললেন না অমিত শাহ।ধর্মতলায় রাজ্যের বঞ্চনার প্রতিবাদে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রীর উদ্দেশে অমিত শাহ বলেন, “আপনি সোনার বাংলা, পরিবর্তন, মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন। অথচ, ক্ষমতায় আসার পর বাংলার বিকাশকে স্তব্ধ করে দিয়েছেন। এক সময় যে বাংলা শিল্প সংস্কৃতিতে অগ্রণী ছিল, সেটাই আজ সবার পিছনে। মোদিজি গোটা দেশে যে বিকাশের কাজ করছে, সেটাকে আপনি আটকে রেখেছেন।” শাহর আহ্বান, “বাংলায় উন্নয়ন করতে হলে মোদিজির অনুকূল সরকার গড়তে হবে।”এরপরই শাহের হুঙ্কার, “২০২১ সালে আপনি এত রিগিং করলেন, তাও ৭৭ আসন পেয়েছি আমরা। ০ থেকে ৭৭-এ উঠে এসেছি। আজকের সভা দেখে আমি নিশ্চিত, ২০২৬-এ বাংলায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি।” লোকসভার জন্যও টার্গেট সেট করে দিয়েছেন শাহ। এর আগে বীরভূমের সভা থেকে রাজ্যে ৩৫টি লোকসভা আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন সেই সংখ্যার উল্লেখ করলেন না। তবে বলে গেলেন,”২০২৪-এ বাংলা থেকে এত আসন আপনারা মোদিজিকে দিন, যাতে উনি বলতে বাধ্য হন, যে আমি বাংলার জন্য প্রধানমন্ত্রী হতে পেরেছি।”
এদিন শুভেন্দুর পাশে দাঁড়িয়ে শাহ বলেন, “আমাদের নেতা শুভেন্দু অধিকারীকে দিদি দ্বিতীয়বার বিধানসভা থেকে বরখাস্ত করে দিয়েছেন। আমি বলছি, দিদি কান খুলে শুনে নিন শুভেন্দুজিকে আপনি বিধানসভার বাইরে বের করতে পারেন। কিন্তু, বাংলার জনতাকে চুপ করাতে পারবেন না।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *