Breaking News

২৩ মিনিটেই বক্তৃতা শেষ শাহ-এর !’পার্থ-জ্যোতিপ্রিয়-অনুব্রতকে সাসপেন্ড করুন’, মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ধর্মতলার সভা থেকে বাংলার দুর্নীতির বিরুদ্ধে বিজেপির অন্যতম শীর্ষ নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সরব হবেন, তা আগেই স্পষ্ট ছিল। এদিন তাঁর সংক্ষিপ্ত ভাষণে বাংলার শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে চ্যালেঞ্জও ছুড়ে গেলেন শাহ।
বিজেপির সভামঞ্চে ঠিক দুপুর ১টা বেজে ৫৪ মিনিটে ওঠেন অমিত শাহ। বক্তৃতা শেষ করে নেমে যান ২টো বেজে ২৯ মিনিটে। তিনি মঞ্চে ওঠার পর বক্তৃতা করেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। তারপরেই ভাষণ দিতে শুরু করেন শাহ। তবে বিজেপির সভায় জমায়েত সমর্থকদের নিয়ে শুরুতেই অভিযোগ জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন করেন, ‘‘বাংলার আওয়াজ কোথায় হারিয়ে গেল’’?দুর্নীতির অভিযোগে ধৃত মন্ত্রী ও নেতাদের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে শাহ বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলকে পার্টি থেকে সাসপেন্ড করে দেখান। দিদি রোজ দুর্গানাম জপছেন, যাতে ভাইপোর নাম না আসে।”তিনি আরও বলেন, “রাজনৈতিক সংঘর্ষ এখনও বন্ধ হয়নি। মোদি কোটি কোটি টাকা বাংলায় পাঠান। কিন্তু তৃণমূলের সিন্ডিকেট তা লুঠ করে। দিদির শাসনে দুর্নীতি থামেনি্। গুজরাটের কোনও নেতার বাড়িতে এত নোট দেখা যায়নি। দিদির শাসনে বরবাদ বাংলা। দেশে ভোট হিংসা সবচেয়ে বেশি বাংলায়। মোদির শাসনে এগোচ্ছে দেশ, দিদির শাসনে পিছিয়ে যাচ্ছে বাংলা।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *