দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-নারদ মামলায় ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। হাজিরা দিয়ে শোভনের দাবি, গত ৬ বছর ধরে চক্রান্তের শিকার তাঁরা।
সবটাই রাজনৈতিক ষড়যন্ত্র। মামলার ৭ বছর পরও এমনটাই বলছেন তিন অভিযুক্ত নেতা। আদালতের নির্দেশ অনুযায়ী, আজ, বৃহস্পতিবার হাজিরা দেওয়ার দিন ছিল। সেই মতো এদিন সকালেই ব্যাঙ্কশাল কোর্টে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কামারহাটির বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনজনের গলাতেই এদিন ষড়যন্ত্রের তত্ত্ব শোনা যায়। নারদ স্টিং অপারেশন মামলায় ২০২১ সালে গ্রেফতার করা হয়েছিল তাঁদের। গ্রেফতার হয়েছিলেন প্রয়াত নেতা সুব্রত মুখোপাধ্যায়ও। পরে তাঁরা জামিনে ছাড়া পেলেও নির্দিষ্ট সময় অন্তর হাজিরা দিতে হয় তাঁদের।আদালত থেকে বেরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শোভন চট্টোপাধ্যায়। বলেন, “গত ছবছর ধরে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি। কিন্তু আরও অনেক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” একই কথা শোনা যায় ববি হাকিমের গলাতেও। তাঁর দাবি, কোনও প্রমাণ ছাড়াই দিনের পর দিন তদন্ত চলছে।
Hindustan TV Bangla Bengali News Portal