Breaking News

নিয়োগ দুর্নীতির তদন্তে বিধাননগরের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই!নিয়োগ কাণ্ডে কোন যোগের হদিশ?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রায় ৬ ঘণ্টা পর বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে বেরল সিবিআই। তার পর হাসিমুখে বাড়ি থেকে বেরলেন তিনি। বললেন, “আমাদের দোষ তৃণমূল করি।”ফের নিয়োগ দুর্নীতির তদন্তে জোরদার অভিযান সিবিআইয়ের। বৃহস্পতিবার পাটুলি থেকে রাজারহাট, মুর্শিদাবাদ, কোচবিহার— একাধিক জায়গায় হানা দিয়েছে সিবিআই। এই তালিকায় আছেন বিধায়ক অদিতি মুন্সির স্বামী তথা বিধাননগর পুরনিগমের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ঠিকানাও। এদিন দেবরাজের তেঘরিয়ার বাড়ির পাশাপাশি বাগুইআটি দক্ষিণপাড়ার ঠিকানাতেও যায় সিবিআই। যদিও দেবরাজ জানান, কিছু নথি তদন্তের জন্য নিয়ে গিয়েছে ইডি। তবে নিয়োগ দুর্নীতির তদন্তে এলেও প্রাসঙ্গিক কিছু পায়নি।দেবরাজ বলেন, “সকাল ৮টায় বাড়িতে আসে সিবিআই। আমি ছিলাম না। মা ফোন করেন। প্রতিনিধি দলে ছিলেন সাতজন। সার্চ ওয়ারেন্ট ছিল। সার্চ করেছেন প্রতিটি ফ্লোর। উপযুক্ত প্রমাণ পাননি। আমার, আমার পরিবার, সংস্থার আয় সংক্রান্ত তথ্য নেয়। নিয়োগ দুর্নীতির তদন্তে এসেছিলেন। আমার দুটি বাড়িতে তল্লাশি চলে। আমি বলেছি আগামিদিনেও তদন্তে সহযোগিতার প্রয়োজন হলে করব। কিছু নথিপত্র স্ক্রুটিনির জন্য নিয়ে গিয়েছে। সার্চ লিস্ট দিয়ে গিয়েছে।”আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, “প্রাথমিক নিয়োগ সম্পর্কিত কোনও নথি আমার কাছে পায়নি। পাওয়ার কথাও নয়।” ঘাসফুল শিবিরের কাউন্সিলর বলেই তাঁকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্তা করা হচ্ছে, দাবি দেবরাজের। তিনি বলেন, “আমি এবং আর যাঁদের বাড়িতে সিবিআই, ইডি তল্লাশি করছে, দোষ আমরা তৃণমূল করি। আমরা গর্বিত তৃণমূল কংগ্রেস কর্মী।” উল্লেখ্য, এর আগে ফিরহাদ হাকিমও শাহী সভার পরদিনই সিবিআই তৎপরতাকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *