Breaking News

জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে ৫ বিজেপি বিধায়ককে নোটিস পাঠাল লালবাজার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পাঁচ বিজেপি বিধায়ককে থানায় তলব। জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। ইতিমধ্যেই লালবাজারের তরফে নোটিস পাঠানো হয়েছে।জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে ৫ বিজেপি বিধায়ককে নোটিস পাঠাল লালবাজার। তৃণমূলের তরফে জানানো অভিযোগের ভিত্তিতে বিধানসভার স্পিকার হেয়ার স্ট্রিট থানায় বিষয়টি জানান। এরপরই লালবাজারের তরফে নোটিস দেওয়া হয়। বাঁকুড়ার নীলাদ্রিশেখর দানা, শিলিগুড়ির শঙ্কর ঘোষ, পুরুলিয়ার সুদীপকুমার মুখোপাধ্যায়, মাদারিহাটের মনোজ টিজ্ঞা ও ফালাকাটার দীপক বর্মনকে নোটিস পাঠিয়ে সোমবার তলব করা হয়েছে।বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানান, তাঁর বাড়িতে চিঠি গিয়েছে। স্ত্রীর হাতে চিঠি দেওয়া হয়েছে। ইমেইল মারফতও চিঠি পেয়েছেন বলে জানান। তিনি জানান, নোটিসে উল্লেখ আছে সোমবার দুপুর দেড়টায় ডাকা হয়েছে থানায়। তিনি জানান, আইনের পথেই সবটা মোকাবিলা করা হবে। শঙ্কর ঘোষ বলেন, “আমাদের বিরুদ্ধে কেস দেওয়া হবে পূর্ব পরিকল্পিত ছিল।” অন্যদিকে মনোজ টিজ্ঞার বক্তব্য, “আমাদের কেউ জানায়নি, আমরা কিছু শুনতেও পাইনি। সেখানে এই ধরনের অভিযোগ করা ঠিক না।”শুভেন্দু অধিকারী বলেন, “আমরা এটাকে গুরুত্বই দিচ্ছি না। বাকিটা কোর্টে শুনবেন।” যদিও পাল্টা ফিরহাদ হাকিমের বক্তব্য ছিল, “অসভ্য, বর্বর দল। না হলে কেউ জাতীয় সঙ্গীতের সময় এমন আচরণ করে? কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।” প্রসঙ্গত, ১১ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। তালিকায় ছিলেন সুমন কাঞ্জিলালের মতো বিধায়কও। যিনি বিজেপির টিকিটে ভোটে জিতলেও পরে হাতে তুলে নেন তৃণমূলের পতাকা। যদিও বিধানসভার অধ্যক্ষের বক্তব্য, উনি বিজেপিরই বিধায়ক। যে পাঁচজনকে ডাকা হয়েছে, সেই তালিকায় তাঁর নাম নেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *