সৃজিতা মুখার্জি :- একদিকে সিবিআই, অন্যদিকে ইডি জেরা তল্লাশিতে এবার সমস্যার মুখে পড়েছেন কয়লা কাণ্ডে অভিযুক্তরা। ইতিমধ্যেই রাজ্যের ১০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। কয়লা কাণ্ডে টাকা কীভাবে পাচার হয়েছে? কোথা থেকে কোথায় গিয়েছে টাকা? গোটা বিষয়টাই খতিয়ে দেখছে ইডি। সিবিআইয়ের পর গতকাল কয়লা কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের বাড়িতে হানা দিয়েছে ইডি। এমনকি কলকাতা, আসানসোল, মুর্শিদাবাদ, রানিগঞ্জ, হলদিয়া, দুর্গাপুরসহ ১০টি এলাকায় এখনো তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কিন্তু তারপরেও কয়লা পাচার কান্ডে কমেনি ইডি তৎপরতা। রাজ্যে আর কদিন বাদেই ভোটের দিন ঘোষণা হবে, তার আগেই জোরকদমে কাজে লেগে পড়েছে ইডি।