Breaking News

বামেদের বাংলা বন্ধের জের! জেলার একাধিক জায়গায় চলল বিক্ষোভ, টায়ারে আগুন দিয়ে চলল প্রতিবাদ,বেশ কয়েকটি স্টেশনে অবরোধ,প্রতিবাদে কোথাও ফুটল গোলাপ

নিজস্ব সংবাদদাতা :- রাজ্যের একাধিক জায়গায় পড়ল বামেদের ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধের প্রভাব| কলকাতার পাশাপাশি জেলাগুলোতে বেলা গড়াতেই রাস্তায় দোকানপাটও খুলেছে, বেড়েছে যান চলাচল, এমনকি স্বাভাবিক রয়েছে ট্রেন পরিষেবাও | কোথাও অবশ্য প্রতিবাদের ভাষা অনেকটাই নরম। পুলিশ বনধ সমর্থনকারীদের প্রতিহত করতে এলে পাল্টা লাল গোলাপ বাড়িয়ে দেন তাঁরা | বনধে মিশ্র প্রভাব মুর্শিদাবাদে। বহরমপুরে সরকারি বাসের পাশাপাশি রাস্তায় নেমেছে বেসরকারি বাসও |

তবে কান্দিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বনধ সমর্থনকারীরা | কাঁচড়াপাড়ায় ট্রেন অবোরোধ করলেন বনধ সমর্থনকারীরা | এর জেরে শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল ব্যহত। অন্যদিকে শিয়ালদহ ডায়মন্ড হারবার শাখায়,অশোকনগরে ও দমদম ক্যানটনমেন্টেও ট্রেন আটকানো হয় |

হুগলির পাণ্ডুয়া স্টেশনে আপ ও ডাউন লাইনে রেল অবরোধ চলে | তার জেরে পরীক্ষাকেন্দ্রে যেতে গিয়ে সমস্যায় পড়েন বহু পরীক্ষার্থী | এরপরই এক পরীক্ষার্থী হাউ হাউ করে কেঁদে ফেলেন |

অন্যদিকে উত্তর দিনাজপুরে সকাল থেকে বন্ধ ছিল যান চলাচল এবং দোকানপাট | কোচবিহারের কেশব রোডে সকাল বেলা বিক্ষোভকারিরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি এখন স্বাভাবিক | এমনকি আসানসোলের বেশ কিছু এলাকায় বনধ সমর্থককারীরা রাস্তায় পথচারী ও আরোহীদের মারধর করে | অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরেও ভালোই বন্ধের প্রভাব পড়েছে | এমনকি সাত সকালে চুঁচুড়া রোডেও অশান্তি দেখা দিয়েছে |ডানকুনিতে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে অবরোধ করলেন বনধ সমর্থকরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *