দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- কেন্দ্রীয় সংস্থার চাপের কাছে মাথা নোয়াবেন না। আমৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়বেন না। বিধানসভায় দাঁড়িয়ে সাফ জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম। তাঁর প্রশ্ন, “আমার বাড়িতেও তো এসেছিল (কেন্দ্রীয় এজেন্সি)। কী পেয়েছে?” এর পরই মেয়রের খোঁচা, “ভয় দেখাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাব? না, মৃত্যু পর্যন্ত থাকব।”
তাঁর বাড়িতে একাধিক বার হানা দিয়েছে সিবিআই! নারদ কাণ্ডে জেল হাজতেও যেতে হয়েছিল তাঁকে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যাবেন না বলে মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার বিধানসভার দ্বিতীয়ার্ধে ‘ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম’ নিয়ে আলোচনায় অংশ নেন তিনি। সেই আলোচনায় আগাগোড়া তুলোধনা করেন কেন্দ্রীয় সরকারের নতুন এই বিলকে। সেই বক্তৃতায় বিজেপি বিধায়কদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা আমার বাড়িতে সিবিআই পাঠিয়েছেন। কী পেয়েছেন? ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাব! কখনও দিদিকে ছেড়ে চলে যাব না। মৃত্যু পর্যন্ত সঙ্গে থাকব। কেউ কেউ চলে গিয়েছেন। নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন। কিন্তু সকলে নয়।’’ মনে করা হচ্ছে এমন কথা বলে তিনি নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কারণ, তৃণমূল প্রায়শই অভিযোগ করে, নারদ মামলায় অভিযুক্ত শুভেন্দু সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে যোগদান করেছেন। তবে পাল্টা বিজেপি পরিষদীয় দলের তরফে ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেছেন, ‘‘আসলে যে ভাবে তৃণমূলের মন্ত্রী বিধায়করা সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হতে শুরু করেছেন, তাতে তৃণমূল নেতারা মুখ্যমন্ত্রীর পাশ থেকে সরার পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনার আঁচ পেয়েই মুখ্যমন্ত্রীর কাছে নম্বর বাড়াতে ফিরহাদ এসব কথা বলেছেন।’’