Breaking News

‘সিটি অফ জয়ে’র মুকুটে নতুন পালক! কলকাতা দেশের সবথেকে নিরাপদ শহর, কমছে অপরাধ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এনসিআরবি রিপোর্ট ২০২২ প্রকাশিত হয়েছে। আর তাতে কলকাতা সম্পর্কে যে তথ্য সামনে এসেছে তা স্বস্তি দেবে বাংলার সরকারকে। প্রতি লাখ জন্যসংখ্যার নিরিখে কলকাতায় অপরাধের সংখ্যা যথেষ্ট কম বলে উল্লেখ করা হয়েছে এই National Crime Records Bureau বা এনসিআরবি রিপোর্ট।আরও একবার ভারতের সবথেকে নিরাপদ শহরের তকমা পেল কলকাতা। ২০২২ সালের জন্য ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, কলকাতায় প্রতি ১ লক্ষ জনসংখ্যা প্রতি ৮৬.৫টি অপরাধের মামলা রেকর্ড করা হয়েছে। ভারতের ২০ লক্ষের বেশি জনসংখ্যার শহরগুলির মধ্যে, কলকাতা থেকেই সর্বনিম্ন সংখ্যক অপরাধ রেকর্ড করা হয়েছে। প্রতি লক্ষে অপরাধের সংখ্যায়, কলকাতার পর রয়েছে মহারাষ্ট্রের পুনে (২৮০.৭) এবং তেলঙ্গানার হায়দরাবাদ (২৯৯.২)। প্রসঙ্গত, এই নিয়ে টানা তিনবার দেশের নিরাপদতম শহরের তকমা পেল কলকাতা।শুধু তাই নয়, এনসিআরবির তথ্য বলছে, কলকাতা অপরাধের সংখ্যাও ক্রমে কমছে। ২০২১ সালে কলকাতায় প্রতি লক্ষে ১০৩.৪টি অপরাধের ঘটনা রিপোর্ট করা হয়েছিল। অর্থাৎ, এক বছরে কলকাতায় প্রতি লক্ষে অপরাধের সংখ্যা ১৬ শতাংশ কমেছে। তবে, মহিলাদের বিরুদ্ধে অপরাধ নিয়ন্ত্রণে এখনও পিছিয়ে রয়েছে কলকাতা। এই তালিকায় সবার আগে রয়েছে দিল্লি, অপরাধের সংখ্যা ১৪,১৫৮। এরপর রয়েছে, মুম্বই (৬১৭৬), বেঙ্গালুরু (৩৯২৪), জয়পুর (৩৪৭৯), হায়দরাবাদ (৩১৪৫), লখনউ (২২৩১), কানপুর (২০৯৯), পুণে (২০৭৪), কলকাতা (১৮৯০)। মহিলাদের বিরুদ্ধে অপরাধ দমনে ভারতের মধ্যে সবার আগে রয়েছে, তামিলনাড়ুর কোয়াম্বাটোর শহর। ২০২২-এ এই শহরে মহিলাদের বিরুদ্ধে অপরাধ ঘটেছিল মাত্র ১৩৮টি। জানা গিয়েছে, কলকাতায় মোট ৮৩টি থানা রয়েছে। এর মধ্যে ৯টি মহিলা থানা। আরও দুটি থানা রয়েছে স্পেশাল টাস্ক ফোর্সের হাতে আর আরও দুটি সাইবার ক্রাইম থানা। আরও ৯টি থানা স্থাপন করতে চলেছে কলকাতা পুলিশ। দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির থকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের অপরাধ সংক্রান্ত এই রিপোর্ট তৈরি করেছে এনসিআরবি। আর তাতেই দেশের ১৮টি মেট্রো শহরের মধ্যে নিরাপদতম শহর হিসেবে উঠে এসেছে কলকাতার নাম। এনসিআরবি-র তথ্য অনুসারে, গত তিন বছরে কলকাতায় উল্লেখযোগ্যভাবে কমেছে খুনের ঘটনাও। ২০২০ এবং ২০২১-এ কলকাতায় খুন হয়েছিল যথাক্রমে ৫৩ এবং ৪৫টি। ২০২২-এ তা কমে দাঁড়িয়েছে ৩৪-এ। ১০০ শতাংশ ক্ষেত্রেই চার্জশিট পেশ করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *