প্রসেনজিৎ ধর, কলকাতা :- হঠাৎই সোমবার রাতে হাসপাতালে ভর্তি হন তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। আর আজ, শুক্রবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের শারীরিক অবস্থার অবনতি হল। তার জেরে তাঁকে আইসিইউ’তে স্থানান্তরিত করা হল। বুকে ব্যাথা এবং শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন কামারহাটির বিধায়ক। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ২০৬ নম্বর কেবিনে চিকিৎসা শুরু হয়। বিধায়কের কাশি–শ্বাসকষ্টের সমস্যা ছিল। রাতে নেফ্রলজিস্ট তাঁর চিকিৎসা করেন। বাইপ্যাপ সাপোর্টও দিতে হয় তাঁকে। রাতে বাইপ্যাপ দেওয়ার পর আপাতত তিনি স্থিতিশীল আছেন বলে খবর।পরিস্থিতি এতটাই খারাপ হয় যে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে দ্রুত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। সেখানেই বাইপ্যাপ সাপোর্টও দিতে হয়েছে তাঁকে। গত সোমবার রাতে তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে। সেখানেই চলছিল চিকিৎসা। বৃহস্পতিবার তাঁর শরীরে অক্সিজেনের মাত্র এতটাই কমে যায় যে জ্ঞান হারান তিনি। চিকিৎসকেরা দেখেন অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে তাঁর রক্তে। এরপরই সিসিইউ-তে স্থানান্তরিত করা হয় তাঁকে। যেহেতু তাঁর নিউমোনিয়া ধরা পড়েছে, তাই অক্সিজেনের মাত্রা নিয়ে সতর্ক রয়েছেন চিকিৎসকেরা।উল্লেখ্য, সাধারণত শ্বাসকষ্টের সমস্যা হলে দেওয়া হয় বাইপ্যাপ সাপোর্ট। এ ক্ষেত্রে মেশিনের মাধ্যমে বাতাস প্রবেশ করে ফুসফুসে। মুখে একটি মাস্ক পরিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে ফুসফুসে বাতাস পৌঁছলে শ্বাসকষ্টের সমস্যা কমে। মদন মিত্রের ক্ষেত্রেও তাই হয়েছে। বাইপ্যাপ দেওয়ার পর কিছুটা সুস্থ হন তিনি।