দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিগত কয়েক দিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তি রয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। শোনা যাচ্ছিল অস্ত্রোপচারের কথা। অবশেষে বুধবার হয়ে গেল অপারেশন। সূত্রের খবর, বর্তমানে তাঁকে আইটিইউয়ে রাখা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার সকাল ১০ টা নাগাদ কামারহাটির বিধায়ক মদন মিত্রকে অপারেশন থিয়েটরে নিয়ে যাওয়া হয়। ১১ টায় শুরু হয় অস্ত্রোপচার। প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর দেড়টা নাগাদ ওটি শেষ হয়। মদন মিত্রর কাঁধে টাইটেনিয়াম প্লেট বসানো হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। কিছুক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার পর আইটিইউ-তে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে। এখানে আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।গত সপ্তাহের সোমবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তৃণমূল বিধায়ক। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে রাখা হয় তাঁকে। পরে জানা যায়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানেই পড়ে গিয়ে বাঁ কাঁধে চোট পান। একটি হাড় ভেঙে যায় বলেও খবর। পরের দিনই মদন মিত্রর কাঁধের এক্সরে করা হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দেন।