Breaking News

আইসিসিইউ থেকে কেবিনে ফিরলেন ‘কালীঘাটের কাকু’!এবার ‘কাকু’র নতুন পরীক্ষা,‘নিউক্লিয়ার স্ট্রেস টেস্ট’ করবে এসএসকেএম

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শারীরিক অবস্থার উন্নতি। মেডিক্যাল বোর্ডের রিপোর্টের ভিত্তিতে এসএসকেএম -এর আইসিইউ থেকে কেবিনে সরানো হল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। এবার কী পদক্ষেপ করবে ইডি? কবে হবে কণ্ঠস্বর পরীক্ষা? সেদিকেই নজর সকলের।গ্রেফতার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত বেশির ভাগ সময়টাই জেলের বদলে হাসপাতালে কেটেছে সুজয়কৃষ্ণ ভদ্রের। হৃদযন্ত্রের সমস্যা থাকায় জেল হেফাজতে থাকাকালীনই বাইপাস সার্জারিও করা হয় তাঁর। তারপরও সুস্থ নন সুজয়কৃষ্ণ। মাঝে মধ্য়েই বুকে ব্যথা শুরু হয়ে যাচ্ছে তাঁর। কিছুদিন আগেই জোকা ইএসআই-তে যাওয়ার জন্য ইডি যখন এসএসকেএম হাসপাতালে উপস্থিত হয়, তার আগের রাতেও বুকে ব্যথা হয় তাঁর। এবার তাঁর হৃদযন্ত্র পরীক্ষার জন্য করা হচ্ছে আরও একটা নতুন টেস্ট।’কালীঘাটের কাকু’র হৃদযন্ত্র কেমন কাজ করছে, তা জানতে আর‌ও একটি পরীক্ষার পরিকল্পনা করেছেন এস‌এসকেএম-এর চিকিৎসকরা। সিসিইউ থেকে বের করার পর ভদ্রের শারীরিক অসুস্থতা খতিয়ে দেখতে ‘নিউক্লিয়ার স্ট্রেস টেস্ট’ করা হবে বলে এস‌এসকেএম সূত্রে খবর। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই পরীক্ষাকে বলা হয়, ‘স্ট্রেস মায়োকার্ডিয়াল পারফিউসন স্ক্যান’। হার্টের মাংসপেশীতে রক্তের প্রবাহ কেমন? হার্ট মাসল কত ভাল পাম্পিংয়ের কাজ করছে, সেটা এই পরীক্ষার মাধ্যমে জানা যাবে। বাইপাস সার্জারির পর‌ও সিটি অ্যাঞ্জিওগ্রাফিতে ব্লকেজ দেখা দিলে এই পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন কার্ডিওলজিস্ট মৃণালকান্তি দাস।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *