প্রসেনজিৎ ধর, কলকাতা :- রেশন দুর্নীতি মামলায় চার্জশিট দিয়েছে ইডি। তাতে নাম রয়েছে প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। জ্যোতিপ্রিয় ছাড়াও রয়েছে বাকিবুর রহমানের নাম। সেই চার্জশিটে বিস্ফোরক তথ্য জানিয়েছেন ইডির গোয়েন্দারা। কার কাছ থেকে কত টাকা উদ্ধার হয়েছে বা বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চার্জশিটে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। চার্জশিট অনুযায়ী, জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মনিদীপা, কন্যা প্রিয়দর্শিনী নামে ব্যাঙ্কে ৫৮ টি টার্ম ডিপোজিট ছিল। সেই অ্যাকাউন্টগুলিতে আড়াই কোটিরও বেশি টাকা জমা ছিল। তা বাজেয়াপ্ত করেছে ইডি।বেশিরভাগ বেসরকারি ব্যাংক-এ এই এফডিগুলি করা হয়েছিল । ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করেছে ইডি । সেখানে অভিযুক্তের নামের তালিকায় প্রথমেই শুরুতেই রয়েছে বাকিবুর রহমানের নাম ৷ তারপরে রয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম । জানা গিয়েছে, একসময় জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের খাদ্যমন্ত্রী থেকে রাজ্যের বনমন্ত্রী হয়ে যান । কিন্তু মন্ত্রিত্ব অন্য দফতরে চলে যাওয়ার পরেও তিনি খাদ্য দফতরের উপর থেকে নিয়ন্ত্রণ হারাননি।অভিযোগ, বালুর দাপট বজায় রাখার ক্ষেত্রে তাঁকে সাহায্য করেছিলেন খাদ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকরাই। এখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে রাজ্য মন্ত্রিসভার এই প্রবীণ সদস্যের । এমতাবস্থায় গত কয়েকদিনে জ্যোতিপ্রিয় মল্লিকের সঠিক কী চিকিৎসা হয়েছে এবং তিনি কীভাবে তাতে সাড়া দিয়েছেন তা জানতে এবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চায় ইডি আধিকারিকরা ।সম্প্রতি রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে প্রথমে বাকিবুর রহমানের কোটি কোটি টাকা সম্পত্তির হদিশ পান তদন্তকারীরা ৷ তারপর বাকিবুরকে গ্রেফতার করা হয় । তাঁকে গ্রেফতারের পরই তদন্তকারীদের খাতায় উঠে আসে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ৷ সেই সূত্র ধরে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেকের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায় ইডি। অবশেষে তাঁকে গ্রেফতারও করে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তদন্তে নেমে তাঁর স্ত্রী ও কন্যার নামে থাকা ৩ কোটি টাকার এফডি বাজেয়াপ্ত করা হল।
Hindustan TV Bangla Bengali News Portal