
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ইডি দফতরে গিয়ে বিস্তর নথি দিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আয়ের উৎস জানতে ইডিকে প্রশ্ন করে কলকাতা হাইকোর্ট। এমনকী সেসব জানাতে হবে একটি মুখবন্ধ খামে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। আজ, বৃহস্পতিবার মুখবন্ধ খামে সব তথ্য জমা পড়ল কলকাতা হাইকোর্টে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস কতটা জড়িত আজ তার রিপোর্ট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ওই রিপোর্ট জমা পড়েছে। এই রিপোর্ট দেখার পরই তিনি পরবর্তী নির্দেশ জানাবেন।মাস খানেক আগে ইডি-র অফিসে গিয়ে ৫ হাজার পাতার নথি জমা দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নাম জড়িয়ে যাওয়ার পর একদিকে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা, অন্যদিকে জমা দিতে বলা হয়েছিল নথিও। কিন্তু সেই নথিতে কী পাওয়া গেল? সম্পত্তির হিসেব-নিকেশ কি খতিয়ে দেখেছে ইডি? হাইকোর্টে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। এবার সেই বিষয় সহ সার্বিক তদন্তের রিপোর্ট মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিল ইডি। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে জমা পড়েছে সেই রিপোর্ট।জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট এদিন পেশ করেছে ইডি। বিচারপতি সিনহা জানিয়েছেন, রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। আগামী ২০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন সিবিআই-ও এই মামলায় রিপোর্ট পেশ করবে।
Hindustan TV Bangla Bengali News Portal