প্রসেনজিৎ ধর,কলকাতা :-রাজ্যে কয়লাপাচার কাণ্ডের তদন্তে তৎপর হল সিবিআই। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও পশ্চিমবঙ্গের মোট ১২টি ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন সিবিআইয়ের গোয়েন্দারা। কী ভাবে লালার কালো টাকা হাতবদল হয়েছিল মূলত তা জানতেই সিবিআই তল্লাশি বলে সূত্রের খবর।বৃহস্পতিবার সকাল থেকে কয়লাপাচার মামলায় লালা ঘনিষ্ঠদের ঠিকানায় তল্লাশিতে নামে সিবিআই। আসানসোলের বাসিন্দা কালু নামে এক ব্যবসায়ী, দুর্গাপুরের বাসিন্দা সৌরভ কুমারের একাধিক ঠিকানায় পৌঁছে যান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। একই সঙ্গে কলকাতার ভবানীপুরে ECLএর প্রাক্তন আধিকারিক শ্যামল সিংহের বিলাসবহুল ফ্ল্যাটেও কলিং বেল বাজায় সিবিআইয়ের আরেকটি দল। বেলা ১১টা পর্যন্ত সেখানে চলে তল্লাশি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, লালার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এদের প্রত্যেকেই। লালার কয়লা পাচারের টাকা এদের মাধ্যমে বাজারে বিনিয়োগ হয়েছে বলে মনে করা হচ্ছে। ECL আধিকারিক শ্যামল সিংহ মোটা টাকার বিনিময়ে লালাকে অবৈধ সুবিধা পাইয়ে দিয়েছিলেন বলে দাবি তাদের। কয়লা পাচার মামলায় সিবিআইয়ের হাতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ। তবে কী ভাবে কয়লার কালো টাকা সুবিধাভোগীদের কাছে পৌঁছেছে তা এখনো খুঁজে বার করতে পারেননি তদন্তকারীরা।