Breaking News

রাজ্য মন্ত্রিসভায় কি রদবদল হতে চলেছে?‌ঠাঁই হতে পারে একাধিক নতুন মুখের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আবার কি রদবদল হতে চলেছে রাজ্য মন্ত্রিসভায়? এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে রাজ্য–রাজনীতি। সূত্রের খবর, নয়াদিল্লি যাত্রার আগেই রাজ্য মন্ত্রিসভায় ছোট রদবদল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৭ ডিসেম্বর নয়াদিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ২০ ডিসেম্বর বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ফিরতেই শুরু হয়ে যাবে বড়দিন এবং বর্ষবরণের উৎসব। সুতরাং মন্ত্রিসভার রদবদলের মধ্যে দিয়েই রাষ্ট্রমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী এবং নতুন মুখকে সামনে নিয়ে এসে চমক দিতে পারেন মুখ্যমন্ত্রী বলে খবর।রেশন বণ্টনকাণ্ডে জেলে বন্দি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রিসভার বৈঠকে বন দফতরের দায়িত্ব রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদাকে দিয়েছেন মমতা। আসন্ন রদবদলে তাঁকে পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে জল্পনা রয়েছে। শিল্প পুনর্গঠন দফতরও জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে ছিল। শিল্পমন্ত্রী শশী পাঁজাকে অতিরিক্ত হিসেবে সেই দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে পর্যটন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদে রয়েছেন ইন্দ্রনীল সেন। তাঁকে পর্যটন দফতরের পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
মন্ত্রিসভায় ঠাঁই হতে পারে দু-একজন নতুন মুখের। অঙ্কের হিসবে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ৪৪ জন মন্ত্রী থাকতে পারেন। মন্ত্রী সুবত্র সাহা ও সাধন পাণ্ডের প্রয়াণের পর নতুন কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি। সেদিক থেকে মন্ত্রিসভায় নতুন মুখের অন্তর্ভুক্তিও অপ্রত্যাশিত নয়। নতুন মুখ হিসেবে কাদের আনা হতে পারে, সেই নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বেশ কয়েকদিন ধরেই চর্চা চলছে। শাসকদলের একাধিক নেতাও এই নিয়ে মুখ খুলেছেন। এর মধ্যেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল হলে তা তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে মন্ত্রিসভার রদবদল থেকে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যেতে পারে যে আদতে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে ঠিক কী অবস্থান নিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *