Breaking News

জ্যোতিপ্রিয়র কেবিনে সিসিটিভি নয়,নজরদারি চালাবে সিআরপিএফ,নির্দেশ কলকাতা হাইকোর্টের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শারীরিক অসুস্থতা নিয়ে এখনও এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি এসএসকেএম হাসপাতালের যে কেবিনে ভর্তি রয়েছেন, সেখানে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। এবার সেই নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুক্রবার এই নির্দেশ দিয়েছেন।তাঁর কেবিনের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ইডি নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জ্যোতিপ্রিয়। তাঁর দাবি ছিল, এতে তাঁর সংবিধান প্রদত্ত ব্যক্তির গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ হচ্ছে। সেই মামলার শুনানিতে বালুর আবেদন মেনে সিসিটিভি ক্যামেরা খোলার নির্দেশ দিল আদালত। জ্যোতিপ্রিয়র আবেদনের বিরোধিতা করে ইডির আইনজীবী এদিন বলেন, ‘অভিযুক্ত অত্যন্ত প্রভাবশালী। তিনি জেলে থাকলে তাঁর ওপর সর্বক্ষণ নজর রাখা হত। এখানেও তাই করা হচ্ছে। ওনার ঘরে কী হচ্ছে তার ওপর নজরদারি না হলে উনি নথি বিকৃত করতে পারেন। প্রভাবিত করতে পারেন সাক্ষীদের।’ ইডির আইনজীবী আরও বলেন, এব্যাপারে আমাদের SSKM হাসপাতালের ওপর কোনও ভরসা নেই। গুরুতর অভিযোগে অভিযুক্তদের আস্তানা হয়ে উঠেছে ওই হাসপাতাল। তাদের হাতে এসব ছাড়লে সবাইকে জ্যোতিপ্রিয়র ঘরে ঢোকার অনুমতি দিয়ে দেবে। তাছাড়া সংবিধানপ্রদত্ত গোপনীয়তার অধিকার জেলবন্দি অভিযুক্তের জন্য বরাদ্দ নয়।তখন বিচারপতি বলেন, জ্যোতিপ্রিয়র ঘরের ক্যামেরা খোলা হলেও করিডরের ক্যামেরা চালু থাকবে। তার ছবি দেখতে দিতে হবে ইডিকে। এছাড়া ইডি ইচ্ছা করলে জ্যোতিপ্রিয়র কেবিনে নজরদারির জন্য দরজার বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রাখতে পারে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ইডি আধিকারিকরাই ঠিক করবেন মন্ত্রীর ঘরে কে ঢুকবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *