দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-তৃণমূল বিধায়ক মদন মিত্রের আবার নতুন করে শারীরিক সমস্যা দেখা দিল।বৃহস্পতিবার গভীর রাতে আচমকা ফের খিঁচুনি শুরু হল তৃণমূল বিধায়কের। তার জেরে সদ্য অস্ত্রোপচার হওয়া মদনের বাঁ কাঁধের প্লাস্টার খুলে গেল। এই অবস্থায় বর্তমানে মদনের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও কাঁধের প্লাস্টার খুলে যাওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা। প্লাস্টার খুলে যাওয়ায় তাঁর অস্ত্রোপচারে কোনও প্রভাব পড়েছে কিনা তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।গত ৭ ডিসেম্বর মাঝরাতে আচমকা তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয় মদন মিত্রকে। পরের দুদিন স্থিতিশীল ছিলেন। গত বৃহস্পতিবার গভীর রাতে মদন মিত্র ফের তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন। একাধিক পরীক্ষা নিরীক্ষায় নিউমোনিয়া ধরা হয়। পরবর্তীতে ভীষণ কাঁপুনি শুরু হয়। গোটা শরীর ঝাঁকিয়ে কাঁপতে থাকেন। জ্ঞানও হারান। CPR দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করা হয় তাঁকে।ওই তীব্র ঝাঁকুনির জেরে কাঁধের হাড় ভেঙে যায় মদন মিত্রের । গত বুধবার তাঁর অস্ত্রোপচার করা হয়। এসএসকেএম হাসপাতালের তরফে খবর, তাঁর বাঁ কাঁধের হাড় জুড়তে আড়াই ইঞ্চি লম্বা টাইটেনিয়াম প্লেটে দশটি স্ক্রু বসানো হয়। অস্ত্রোপচারের পর তৃণমূল বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীলই ছিল। আইটিইউতে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। অস্ত্রোপচারের পরদিন বৃহস্পতিবার রাতে আচমকা খিঁচুনি হয় তাঁর। তার ফলে বাঁ কাঁধের প্লাস্টারও খুলে যায় তৃণমূল বিধায়কের। খিঁচুনির ফলে অস্ত্রোপচারে কোনও প্রভাব পড়ল কিনা, তা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা।