প্রসেনজিৎ ধর :- সামনেই বিধানসভা নির্বাচন | তার আগেই নাটকীয়ভাবে রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী | বাকি দলত্যাগীদের মতোই তিনিও বলেন, “এভাবে কাজ করতে পারছি না| দমবন্ধ হয়ে আসছে |” দীনেশ ত্রিবেদীর পদত্যাগের ঘোষণার পরই তৃণমূল নেতা সৌগত রায় বলেন, “ওনার ক্ষোভের বিষয়ে আগে কোনও কথা বলেননি | ভোটের আগে এভাবে ইস্তফা দেওয়া ঠিক হল না।” অন্যদিকে, কড়া সুরেই তৃণমূলের শুখেন্দুশেখর রায় বলেন, “তৃণমূল মানে গ্রাসরুট | ওনার পদত্যাগে বরং আরও একজন নেতা রাজ্যসভায় যাওয়ার সুযোগ পাবেন | উনি বলেছেন দমবন্ধ হয়ে যাচ্ছে | লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পরও ওনার দমবন্ধ হয়ে গিয়েছিল | সেখান থেকে ওনাকে রাজ্যসভায় পাঠানো হল। কয়েক মাস পরই আবার দমবন্ধ হয়ে আসল |” এই প্রসঙ্গে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, “পিসি আর ভাইপোর কারণে কোনও স্বাভীমানযুক্ত ব্যক্তি তৃণমূলে থেকে কাজ করতে পারবেন না | কয়েক বছর আগে বিমানবন্দরে দেখা হয়েছিল, তখন বলেছিলেন খুব খারাপ পরিস্থিতি | উনি যদি বিজেপিতে আসতে চান, তবে আমরা স্বাগতই জানাব|” লোকসভা নির্বাচনে যে অর্জুন সিং-এর কাছে হেরেছিলেন দীনেশ ত্রিবেদী সেই অর্জুন সিং এদিন বলেন,’দীনেশদা আমার দাদার মতো | উনি ভারতীয় জনতা পার্টিতে এলে আমি খুব খুশি হব |’ বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, “আমার করুণা হচ্ছে | একই কথা সকলে বলছেন যে দলে থেকে কাজ করতে পারছি না|” প্রসঙ্গত,কদিন আগেই প্রধানমন্ত্রীর প্রশংসা করে দীনেশ ত্রিবেদী বলেন, “করোনাকালে দেশ যেভাবে কাজ করেছে তা অত্যন্ত প্রশংসনীয় |” প্রধানমন্ত্রীর এই প্রশংসা এবং আজ রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফার পরেই দীনেশ ত্রিবেদীর বিজেপিতে যাওয়ার জল্পনা শুরু হয়েছে |