সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর:- ফের তৃণমূল বিজেপিকে ঘিরে অশান্ত পূর্ব মেদিনীপুর। ভোত আসতেই প্রতিদিনই দফায় দফায় বাড়ছে অশান্তির আগুন। কখনো নিজেদের দলের অশান্তি তো কখনো ভিন্ন দলের ঝামেলায় প্রতিদিনই সরগরম হচ্ছে বাংলার পরিবেশ। এদিন বিজেপির মন্ডল সম্পাদকের দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ালো মেদিনীপুর এলাকায়।
তবে এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ২ নম্বর ব্লকের নারায়ণ চকে এলাকায় দুটি দোকানে আগুন ধরিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এর ফলে ক্ষতিগ্রস্ত হয় লক্ষাধিক টাকার জিনিস। পরে খবর পেতেই সকাল বেলায় ঘটনাস্থলে পৌঁছায় খেজুরি থানার পুলিশ। আর এরপরেই এই গোটা ঘটনার কথা অস্বীকার করে তৃণমূল। তাদের পাল্টা অভিযোগ অন্তর্দ্বন্দ্বের ফলেই এ ঘটনা ঘটানো হয়েছে এর সঙ্গে কোনো ভাবেই তৃণমূল জড়িত নয়। কিন্তু এদিনের এই ঘটনার পরে এখনো এলাকায় রয়েছে বেশ চাপা উত্তেজনা।