Breaking News

মোদী সাক্ষাতে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে থাকবেন অভিষেকও!রবিবারই দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, সব পরিকল্পনামাফিক চললে প্রধানমন্ত্রীর সঙ্গে সেই সাক্ষাতে মমতার সঙ্গেই থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দু’জনের একসঙ্গে দিল্লি যাওয়ার কথা।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় পাওয়ার পরেই মমতা জানিয়েছিলেন, তাঁর সঙ্গে কয়েক জন সাংসদও থাকবেন।দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ ডিসেম্বর রবিবার দিল্লি যাচ্ছেন তিনি। এদিনই দিল্লি যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মমতার এই দিল্লিযাত্রায় বকেয়া ইস্যুতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতেরও কথা রয়েছে। সাংসদদের একটি প্রতিনিধি দল নিয়ে মোদীর সঙ্গে দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। আর সেই প্রতিনিধি দলে থাকবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বেলা সাড়ে ৩টেয় দিল্লির বিমান ধরবেন তিনি।১৯ ডিসেম্বর জোট ইন্ডিয়ার স্টিয়ারিং কমিটির বৈঠক রয়েছে। ১৪ জনের এই কমিটিতে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই বৈঠকে মঙ্গলবার যোগ দেবেন তিনি। এরপর ২০ ডিসেম্বর সকাল ১১টায় নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।এর আগে বকেয়ার দাবিতে তৃণমূলের সাংসদ নেতারা দিল্লিতে গিয়েছেন অভিষেকের নেতৃত্বে। ধরনা, প্রতিবাদে মুখর হয়েছে রাজধানী। অভিষেক-সহ একাধিক তৃণমূল সাংসদকে আটকও করা হয় সেদিন। এবার বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মমতা। সঙ্গে অভিষেক-সহ সাংসদদের এক প্রতিনিধি দল। প্রসঙ্গত, মাঝে মহুয়াকাণ্ডের সময় ব্যক্তিগত কাজে পাহাড়ে ছিলেন অভিষেক। দেখা যায়নি তাঁকে। এ নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চাও হয়। তবে এই দিল্লি যাত্রায় মমতার সঙ্গী হচ্ছেন দলের সেকেন্ড-ইন-কমান্ড।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *