প্রসেনজিৎ ধর, কলকাতা :- আবারও অধিবেশন চলাকালীন কলকাতা পুরনিগমের অধিবেশন কক্ষ উত্তাল হয়ে উঠল । আবার ঝামেলায় জড়িয়ে পড়ল শাসক ও বিরোধী শিবির। শনিবার এমন পরিস্থিতি তৈরি হয় যে, অধিবেশনের কাজ বন্ধ করতে হয়। প্রাক্তন মেয়র পারিষদ তথা কলকাতা পুরনিগমের কাউন্সিলর শামসুজ্জামান আনসারি দেরি করে অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এরপর বিরোধীদের জন্য বরাদ্দ জায়গায় তিনি বসতে যান। বিজেপির পরিষদীয় দলনেত্রী মীনাদেবী পুরোহিতের জন্য বরাদ্দ সেটি।সেখানে শামসুজ্জামান আনসারি বসতে গেলে ঝামেলা শুরু হয় বলে অভিযোগ। তাঁকে বিরোধী দলের কাউন্সিলররা বারবার বলতে থাকেন, ওটা মীনাদেবী পুরোহিতের জায়গা। অভিযোগ, তারপরও মীনাদেবী পুরোহিতের ডেস্কের উপরে রাখা যাবতীয় কাগজপত্র এবং বই পাসের আসনে রেখে বসে পড়েন শামসুজ্জামান। বিরোধীদের অভিযোগ, সেসব কাগজ কার্যত ছুড়ে ফেলেন শাসকদলের কাউন্সিলর। জোর করে ওই আসনেই বসতে যান।তখনই সজল ঘোষ, বিজয় ওঝা এবং মধুছন্দা দেব বাধা দেন বলে অভিযোগ। কিন্তু তাঁদের কথা শোনেনি ওই প্রাক্তন মেয়র পারিষদ। এরপরই চেঁচামেচি শুরু হয়ে যায় বিরোধী বাম এবং বিজেপি তরফে। পাশে থাকা তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্ত এবং অসীম বসুও রে রে করে পাল্টা দাঁড়িয়ে পড়েন। দু’ পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায়। অধিবেশনের কাজ কার্যত কিছুটা বন্ধ করতে বাধ্য হন চেয়ারপার্সন। দু’পক্ষের চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। যদিও শাসকদলের কাউন্সিলররাই দু’পক্ষের কাছে গিয়ে হাত জোর করে চুপ করান। ঝামেলার পর তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী নিজের জায়গা ছেড়ে শামসুজ্জামান আনসারিকে সেখানে বসতে দেন।
Hindustan TV Bangla Bengali News Portal