দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আবারও রাজ্যের এজি হলেন আইনজীবী কিশোর দত্ত। ২০২১ সালে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে এজি পদ থেকে ইস্তফাসম্বলিত পত্র জমা দিয়েছিলেন তিনিই। নবান্নের তরফে আজ শনিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট কিশোর দত্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত হলেন। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এজি হিসাবে ইস্তফা দেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয় কিশোর দত্তের নাম নিয়ে। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। গত নভেম্বর মাসে হঠাৎই পদত্যাগ করেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল। এরপরেই শুরু হয় টালবাহানা। কে হবেন নতুন অ্যাডভোকেট জেনারেল এই নিয়ে তুঙ্গে ওঠে তরজা। বেশ কয়েকবার ভেসে ওঠে রাজ্যের প্রাক্তন এজি কিশোর দত্তর নাম। যদিও সেই সময়ে আইনজীবী কিশোর দত্তর নামের বিষয়ে কোনও কিছু সরকারিভাবে জানানো হয়নি।জানা গিয়েছে এবার আইনিজিবি কিশোর দত্তর নামেই সিলমোহর পড়েছে। রাজ্যের নতুন এজি হতে চলেছেন তিনি। আইনিজিবি দত্ত এর আগে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রাজ্যের এজি পদের দায়িত্ব সামলেছেন।রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ২০২১ সালে নির্বাচন পরবর্তী হিংসা মামলায় বেশ কয়েকবার ধাক্কা খায় রাজ্য। সেই কারণেই নিজের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এরপরে এই পদে দায়িত্ব নেন আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।পদত্যগের পরে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। সৌমেন্দ্রনাথ বলেন, ‘বুঝতে পেরেছিলাম আমার উপর আস্থা নেই তাহলে সরকারের উপর আমার আস্থা কিভাবে থাকবে? ইস্তফা দেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। বিচারপতিরা হল একটি প্রতিষ্ঠান। নিন্দা আমি পছন্দ করি না। স্থানের সম্মান দেওয়া উচিত। একটা বিতর্ক হতে পারে অ্যাডভোকেট জেনারেল হিসেবে, আমি যদি কিছু বলি তাহলে সেটা প্রতিষ্ঠানকেই আক্রমণ করা হবে’।