Breaking News

‘কেন্দ্রের বরাদ্দ নয়ছয় বাংলায়, দিল্লিতে গিয়ে নাটক মুখ্যমন্ত্রীর’,নবান্নে দাঁড়িয়ে হুঁশিয়ারি শুভেন্দুর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দিল্লিতে মুখ্যমন্ত্রী,প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে বুধবার সকালে আচমকা নবান্নে হাজির রাজ্যের বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী। সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন বিধায়ক। দিল্লিতে মোদী মমতার বৈঠকের মধ্যেই বাংলায় শুভেন্দুর অ্যাকশন। বিধানসভায় বৈঠক সেরেই সটান নবান্নে বিরোধী দলনেতা। বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে মুখ্যসচিবের ঘরের বাইরে ধর্না |এদিকে নবান্নের ভিজিটার্স রুমের একটি ছবি প্রথম সামনে এসেছে। যেখানে শুভেন্দু অধিকারী, চন্দনা বাউড়ি, শঙ্কর ঘোষ, বিশাল লামাদের দেখা যায়। তাঁদের হাতে পোস্টার, ‘বঞ্চিত বাংলার জনগণ’। তাতে রয়েছে বেশ কিছু খতিয়ানের উল্লেখ। ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত তথ্য লেখা তাতে।
পরে শুভেন্দু নবান্নের বাইরে বেরিয়ে এসে বলেন, “আমরা আজকে না জানিয়ে আধ ঘণ্টা আগে ফোন করে এসেছি। মুখ্যমন্ত্রী সাংসদদের নিয়ে গিয়েছেন বঞ্চনার কথা বলতে। অথচ পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করছে রাজ্য সরকার। এটাই বলতে এসেছি। আমাদের বিরোধী দলের বিজেপি সাংসদ বিধায়কদের প্রশাসনিক সভাতে ডাকা হয় না। আমাদের সমর্থক ভোটার হলে শৌচালয়, আবাস থেকে বঞ্চিত করা হয়। বাংলার জনগণকে বঞ্চিত করে, কেন্দ্রের টাকা নয়ছয় করে, বাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে দিল্লিতে নাটক করতে গিয়েছেন। পাল্টা আমরা যুক্তি, তর্ক, তথ্য দিয়ে বলে গেলাম।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *