Breaking News

বড়দিনের আগে রবিবার রাতে কলকাতায় আসছেন অমিত শাহ!মূলত সাংগঠনিক বৈঠকেই জোর থাকবে এবারের শাহি-সফরে

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ফের রাজ্যে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার রাতে কলকাতায় আসার কথা শাহের। সোমবার দিনভর কলকাতায় থাকার কথা তাঁর। সূত্রের খবর, মূলত সাংগঠনিক বৈঠকেই জোর থাকবে এবারের শাহি-সফরে।সূত্রের খবর, শুক্রবার থেকে দিল্লিতে বিজেপির একটি বড় বৈঠক শুরু হচ্ছে। মূলত কেন্দ্রীয় পদাধিকারীদের বৈঠক। আগামিকাল বিকাল ৪টে থেকে এই বৈঠক শুরু হবে, শনিবারও বৈঠক চলবে। প্রতিটা রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি কী, তার একটা রিপোর্ট এই বৈঠক থেকে নেওয়া হবে বলে খবর।

একইসঙ্গে লোকসভা ভোটে বিজেপি কীভাবে প্রচার করবে, তার পরিকল্পনার রূপরেখা পদাধিকারীদের বুঝিয়ে দেওয়া হবে।সূত্রের খবর, তারপরই সংগঠন খতিয়ে দেখতে প্রথম যে রাজ্যকে বেছে নেওয়া হচ্ছে, তা হল পশ্চিমবঙ্গ। যা খবর তাতে, সোমবার দিনভর কলকাতায় থেকে বৈঠক করবেন অমিত শাহ। বিজেপির প্রত্যেক সংগঠনের এই মুহূর্তে কী পরিস্থিতি, কোথায় কী বদল আনতে হবে বা রাজ্যের সংগঠন এ মুহূর্তে কোন পর্যায়ে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুঝে নেবেন বলেই সূত্র মারফত খবর। শুধু বাংলা নয়, দেশের সমস্ত রাজ্যেই এবার লাগাতার সফর শুরু করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সফর শুরু করবেন বিভিন্ন রাজ্যে।
বছর ঘুরলেই লোকসভা ভোট। বাংলায় ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। তবে বাংলায় বিজেপির অবস্থা এখন খুব একটা ভালো নয়। তাই এই টার্গেট কতটা সম্ভব হবে তা নিয়ে চিন্তায় বিজেপি শিবির। রাজ্যে একের পর এক নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। এমন অবস্থায় বঙ্গ বিজেপির নৌকা পার করতেই আসছেন অমিত শাহ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *