দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- ব্রিগেডে গীতা পাঠের আসর বসিয়ে রাজ্যের মানুষের নজর টেনেছে বিজেপি। এবার গীতাপাঠের আসর বসাচ্ছে তৃণমূল কংগ্রেস। দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। সেই মন্দির উদ্বোধনের সময় পাঠ করা হবে গীতা। সেখানে অংশ নেবেন ১০ হাজার মানুষ। এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি | পূর্ব মেদিনীপুরের রামনগরে এক প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে গীতাপাঠের কথা জানালেন মন্ত্রী অখিল গিরি। রামনগরে প্রতিবাদ মিছিলে সুকান্ত মজুমদারের নাম না করে বিবেকানন্দকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদ করেন অখিল গিরি। সেখানেই তিনি বলেন, নতুন বছরে দীঘার সমুদ্র সৈকতে উদ্বোধন হতে চলেছে জগন্নাথ দেবের বহু প্রতিক্ষিত মন্দির। তখনই হবে গীতপাঠের আসর। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময়ে গীতা পাঠের আসর নিয়ে অখিল গিরি বলেন, এর আগে আমরা চণ্ডীপাঠ করব বলেছিলাম। কিন্তু বিভিন্ন কারণে চণ্ডীপাঠ করতে পারলাম না। তবে জগন্নাথ মন্দির যখন উদ্বোধন হবে তখন আমরা জেলার ব্রাহ্মণদের নিয়ে এসে আমরা গীতাপাঠ করাব। সনাথন ব্রাহ্মণ টাস্ট তার আয়োজন করবে। আমরা সাহায্য করব। আমরা দশ হাজার মানুষের টার্গেট করেছি। বিজেপির পাল্টা কোনও কর্মসূচি এটা নয়। জগন্নাথ মন্দিরে উদ্বোধনের সময়ে চণ্ডীপাঠ হয় না তাই গীতাপাঠ। মন্দিরের কাজ দ্রুত হচ্ছে। কবে উদ্বোধন হবে তা মুখ্যমন্ত্রী বলতে পারেন।প্রসঙ্গত, গত রবিবার অর্থাৎ ২৪ তারিখ সকাল ১০টায় ব্রিগেডে শুরু হয় অনুষ্ঠান। মোট ২০টি আলাদা ভাগে ব্রিগেডকে ভাগ করা হয়। প্রতিটি ভাগে পাঁচ হাজার মানুষের জন্য গীতাপাঠের ব্যবস্থা করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ব্রিগেডে ভিড় জমান। গীতাপাঠের আসরে নিরাপত্তা নিয়েও সতর্ক ছিল প্রশাসন। দু’জন ডেপুটি কমিশনার, দু’জন এসি -সহ মোট ১৭৭ জন পুলিশ কর্মী নিয়োজিত রাখা হয়েছিল।