প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্য পুলিশের ডিজি পদে বসতে পারেন রাজীব কুমার। নবান্নে সূত্রে এমনই খবর। রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হতে চলেছেন ভগবতী প্রসাদ গোপালিকা। শেষ মুহূর্তে বড় কোনও বদল না হলে এই দুই নামেই ছাড়পত্র দিতে চলেছে মন্ত্রিসভা।রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসেবে রাজীব কুমারের নামেই সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সূত্রের খবর। একসময় কলকাতা পুলিশের কমিশনার পদে ছিলেন রাজীব কুমার। তাঁকে নিয়ে বিতর্কও কম হয়নি। এবার সেই আইপিএস-কেই রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ করলেন মমতা বন্দোপাধ্যায় ।রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের মেয়াদও শেষের মুখে। সেই পদেও নাম নিয়ে জল্পনা চলছে। সূত্রের খবর, এই পদের জন্য রাজীব কুমার ও রাজেশ কুমারের জোর লড়াই চলছে। তবে নবান্ন সূত্রে খবর, লড়াইয়ে এগিয়ে রয়েছেন রাজীব কুমার। যদিও কোনও নামেই চূড়ান্ত সিলমোহর পড়েনি। তবে শেষপর্যন্ত রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি হলে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে চলতি মাসেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ শেষ হচ্ছে। তার পরই সেই পদে আসতে পারেন বি পি গোপালিকা।