প্রসেনজিৎ ধর, কলকাতা :- দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে গতরাতে মৃত্যু হল এক কোভিড আক্রান্ত বৃদ্ধের। রিপোর্ট অনুযায়ী, একবালপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেই বৃদ্ধ। তাঁর করোনা পরীক্ষার ফলাফল এসেছিল গতকাল বিকেলেই। তাতে দেখা যায়, তিনি করোনা আক্রান্ত। এরপর গতকাল রাত ১০টা নাগাদই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। হৃদরোগ-সহ অন্য বেশ কিছু অসুখে ভুগছিলেন সেই বৃদ্ধি।প্রায় চার মাস পরে ফের করোনায় মৃত্যুর তথ্য প্রকাশ্যে এল বাংলায়। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পোর্টালের সূত্রে জানা গিয়েছে, বুধবার মারা গিয়েছেন ওই ব্যক্তি।
স্বাস্থ্যভবনের কর্তারাও একান্তে মেনে নিয়েছেন এই মৃত্যুর কথা। সূত্রের দাবি, একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে মূলত নানা কো-মর্বিডিটির কারণে। তিনি নিউমোনিয়াতেও ভুগছিলেন। কলকাতায় এখনও পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা ৮। প্রথমে ৩ হাসপাতালে ৩ কোভিড আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল। দু’জন কলকাতারই বাসিন্দা। আর এক ছ’মাসের একটি শিশু। বিহারের বাসিন্দা সে। শিশুটি কলকাতা মেডিক্যাল কলেজে, আর বাকি ২ জন বেসরকারি হাসপাতালে। গত মঙ্গলবার খোঁজ মেলে আরও ৫ জনের। প্রত্যেককে বেসরকারি হাসপাতালে ভর্তি হাসপাতালে। ৩ জন আইসিইউতে। সরকারি হাসপাতালে কোভিড পরিকাঠামো খতিয়ে দেখতে বিশেষজ্ঞ টিম তৈরির নির্দেশ দিলেন স্বাস্থ্যসচিব।