নিজস্ব সংবাদদাতা :-কূটনৈতিক ক্ষেত্রে বড় জয় মোদী সরকারের। কাতারে শাস্তি কমল মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয় নৌসেনার আট প্রাক্তন কর্তার। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, কাতারের আদালত তাঁদের সাজা কমিয়ে কারাদণ্ড দিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, এই সাজা কমানোর বিষয়ে বিস্তারিত রায়ের জন্য অপেক্ষা করছে তারা। পুরো বিষয়টি জানার পর, তারা ফের কাতারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে। নৌসেনা থেকে অবসরের পর, কাতারের দাহরা গ্লোবাল সংস্থায় কাজ করতেন এই দণ্ডপ্রাপ্ত আটজন। ঠিক কী কারণে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানায়নি কাতার।নভেম্বরের শুরুতেই নৌসেনার ৮ প্রাক্তন আধিকারিকে মৃত্যদণ্ডের বিরুদ্ধে কাতারের আদালতে আবেদন করেছিল ভারত। সেই আবেদন গ্রহণও করেছিল আদালত। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছিলেন, ‘জেলে গিয়ে ধৃত প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকদের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছে দোহার ভারতীয় দূতাবাস। তাঁদের সবরকম আইনি সহযোগিতা করবে দিল্লি’।চরবৃত্তির অপরাধে ভারতীয় নৌসেনার আট প্রাক্তন আধিকারিকের মৃত্যুদণ্ডের সাজা রদ করল কাতার। সে দেশের সংশ্লিষ্ট আদালত ভারত সরকারের আবেদনে সাড়া দিয়ে মৃত্যুদণ্ডের সাজা কমানোর কথা জানিয়েছে। এর আগে অক্টোবর মাসে নিম্ন আদালত ওই আট জন প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিককে ইজ়রায়েলের হয়ে চরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল।সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানিয়েছিল ভারত। চলতি মাসে কাতারের সংশ্লিষ্ট আদালত ভারতের আবেদন গ্রহণ করেছিল। বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার বলা হয়েছে, আবেদন মেনে কাতারের আদালত মৃত্যুদণ্ডের সাজা মকুব করেছে। তবে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে কী করা হবে, তা এখনও জানানো হয়নি। বিদেশ মন্ত্রকের এক আধিকারিক বলেন, ‘‘আমরা এ বিষয়ে কাতারের আদালতে পূর্ণাঙ্গ রায়ের প্রতীক্ষা করছি।’’কাতারে মৃত্যুদণ্ডের সাজামুক্ত প্রাক্তন নৌসেনা কর্তারা হলেন, ক্যাপ্টেন নবতেজ সিংহ গিল, ক্যাপ্টেন বীরেন্দ্রকুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাজেশ। কাতারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে নিযুক্ত বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন নৌসেনার অবসরপ্রাপ্ত এই আট আধিকারিক।