দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হাসপাতালের দোতলার জানলা টপকে পালানোর চেষ্টা করল রোগী। শুক্রবার এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পুরুলিয়ার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জানলা ধরে ঝুলতে দেখে হাসপাতালে নিরাপত্তারক্ষীরা ছুটে যান। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রোগীকে উদ্ধার করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই রোগীর নাম মহম্মদ আমির। বাড়ি পুরুলিয়ার আদ্রায়। কয়েকদিন আগেই ট্রেন থেকে পড়ে জখম হয়েছিলেন তিনি। গুরুতর জখম অবস্থায় তাকে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এতদিন তিনি পুরুষ বিভাগের সার্জিকাল ওয়ার্ডে ভর্তি ছিলেন।
ওই ওয়ার্ডের জানলা দিয়ে ঝাঁপ মেরে পালানোর চেষ্টা করেন আমির। রোগীর আত্মীয়রা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। চেঁচামেচি শুনতে পেয়েই নিরাপত্তারক্ষীরা জানলার দিকে ছুটে যান। জানলা দিয়ে হাত বাড়িয়েই রোগীর হাত ধরে ফেলেন। এই ঘটনায় স্বভাবতই হাসপাতালে শোরগোল পড়ে যায়। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি সুকোমল বিষোই এই মুহূর্তে ছুটিতে আছেন। তাঁর জায়গায় আপাতত দায়িত্বে রয়েছেন শংকরী সাঁতরা। তিনি বলেন, ”ওই রোগীর মানসিক সমস্যা রয়েছে। তিনি পালানোর চেষ্টা করছিলেন। তবে উদ্ধার করা গিয়েছে। বাড়ির লোকজন এসে তাঁকে বাড়ি নিয়ে গিয়েছে। লামা অর্থাৎ বন্ড সইয়ের মধ্যে দিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। ওর চিকিৎসা দরকার।”