দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পৌষ মাস বাঙালিদের কাছে যেরকম পিঠে পুলি পার্বণের মাস।তেমনই সাগরে স্নান অন্যতম উৎসব একটি বড় উৎসব। সাগর মেলা জমে ওঠে বিশেষ করে ভিন রাজ্য থেকে আসা সাধুসন্তদের আগমনে।প্রতি বছর গঙ্গাসাগর মেলার বেশ কয়েক কয়েকদিন আগে থেকে তাঁরা এসে পৌঁছন।এবারও তার অন্যথা হয়নি।গঙ্গাসাগর মেলা উপলক্ষে কলকাতার বাবুঘাটে ইতিমধ্যেই সাধু-সন্তরা এসে পৌঁছেছেন। প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলার আগে থেকে তাঁরা এসে পৌঁছন কলকাতায়।
এবারও তার ব্যতিক্রম হয়নি। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে বাবুঘাটে ইতিমধ্যেই সাধুসন্তরা এসে ভিড় জমিয়েছেন। এবার প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত বন্দোবস্ত করা হচ্ছে।প্রতি বছরের মতো গঙ্গাসাগর মেলা উপলক্ষে সরকারের তরফে বাবুঘাটে ইতিমধ্যেই বিভিন্ন তাবু,প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। অস্থায়ী শৌচালয় থেকে আরম্ভ করে,পুণ্যার্থীদের থাকার জায়গা।সমস্ত কিছু তৈরির কাজ চলছে। বাইরে থেকে আসা সাধু-সন্তদের বিশ্বাস, আর কয়েকদিন পরেই সরকারি ভাবে তাঁরা বিভিন্ন সুবিধা ওখান থেকে পাবেন।চিকিৎসা থেকে আরম্ভ করে মেলার প্রতিটি পরিষেবা তাঁদের কাছে বেশ আরামপ্রদ বলে তাঁরা জানান। তবে ধীরে ধীরে দূরদূরান্ত থেকে সাধুদের ভিড় জমা শুরু হচ্ছে প্রতিদিন। ট্রেনে করে কলকাতা, হাওড়া কিংবা শিয়ালদহ এসে পৌঁছচ্ছেন সাধুসন্তেরা।কয়েকদিন পরেই বাবুঘাট পুণ্যার্থীদের ভিড়ে জমে উঠবে।