দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বারাকপুরের টিটাগড়ে একটি খুনের ঘটনায় পুলিশ কমিশনারকে এজলাসে দাঁড় করিয়ে তুমুল তিরস্কার করল কলকাতা হাইকোর্ট। গোবিন্দ যাদব নামে ওই ব্যক্তিকে গত বছর জুন মাসে ছাদ থেকে ঠেলে ফেলে ও পরে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ । সেই ঘটনায় খুনের ধারা যুক্ত না করায় পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে ভর্ৎসনা করে বিচারপতি বলেন, আপনার নাম তো পুলিশ মেডেলের জন্য সুপারিশ করা উচিত।তদন্তে গাফিলতি কেন? কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক ও মহম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চে তীব্র ভর্ৎসিত বারাকপুরের সিপি অলোক রাজোরিয়া। টিটাগড়ের একটি খুনের মামলায় বিচারপতি সিপিকে প্রশ্ন করেন, “তদন্তে গাফিলতি কেন? আদৌ কি খুনের তদন্ত করছিলেন?” বিচারপতি কটাক্ষ করে বলেছেন, “রাজ্যে এমন সিপি ও এই ধরণের তদন্তকারী অফিসার থাকলে তদন্তের অবস্থা কী হবে? যা তদন্ত করছেন প্রত্যেককে পুলিশ মেডেল দেওয়া উচিৎ। রাজ্যের গর্ব তো আপনারা।”প্রসঙ্গত ঘটনার সূত্রপাত গত বছরের ২৩ জুন। খড়দহ থানা এলাকার টিটাগড়ের লক্ষ্মীঘাট এলাকার ঘটনা। বাড়ি ভাড়ার টাকা দেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে আহত হন বাড়ির গোবিন্দ যাদব। গুরুতর আহত অবস্থায় গোবিন্দকে প্রথমে বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিস্থিতি সঙ্গীন হওয়ায় পরে তাঁকে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু ওইদিনই মৃত্যু হয় গোবিন্দর।