প্রসেনজিৎ ধর, কলকাতা :-অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, চাপানউতোর চলছেই। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ছিল, ”অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এতো সম্পত্তি কোথা থেকে আসে? হলফনামা দিয়ে সম্পত্তির খতিয়ান দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।” এরপরই তৃণমূলের তরফে তাঁকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মঙ্গলবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠতে তিনি বলেন, ”আপনার এত কৌতূহল থাকলে বিচারপতির পদ ছেড়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারেই প্রার্থী হোন, অভিষেকের বিরুদ্ধে লড়ে দেখান।”মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠকে বসে কুণাল ঘোষ বলেন, “মহামান্য বিচারপতি কাল রাতে কথা বলতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন।
বলেছেন অভিষেকের সম্পত্তি কত?” কুণালের বক্তব্য, কোনও মামলার সঙ্গে বা পর্যবেক্ষণের সঙ্গে কোনও সম্পর্ক নেই এই বক্তব্যের। তৃণমূলের মুখপাত্র আরও বলেন, “অভিষেকের সম্পর্কে বিচারপতির ধারনা আদৌ খারাপ নয়। কিন্তু কেউ কেউ “তাঁর আইনের গুরুদেব আর কয়েকজন তাঁর কানে বিষ ঢালছেন। আর তিনিও সে সব শুনে মাঝে মাঝে উগ্র ভাষা প্রয়োগ করছেন।” বিচারপতির উদ্দেশে কুণালের প্রশ্ন, “অভিষেকের সম্পত্তি জানার আপনার এত কিসের তাগিদ? অভিষেক দু বারের সাংসদ। তাঁর হলফনামাতেই তাঁর সম্পত্তির সব হিসেব দেওয়া আছে। অভিষকের সম্পত্তি নিয়ে এত আগ্রহী হলে হলফনামা দেখে নিন। কম্পিউটার আছে, ডাউনলোড করে নিন।”উল্লেখ্য, সোমবারই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কুণাল ঘোষের সঙ্গে তাঁর বন্ধুত্ব তৈরি হয়েছে। বন্ধুত্বের কথা অস্বীকার করেননি কুণালও। তবে তিনি জানিয়েছিলেন, তাঁর দলের নেতা-নেত্রীকে আক্রমণ করা হলে জবাব দেওয়াটা তাঁর কর্তব্য।