Breaking News

রামমন্দির উদ্বোধনের দিন কালীঘাটে মিলল না রাম পুজোর অনুমতি, মামলা দায়ের কলকাতা হাইকোর্টে!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- রাম মন্দির উদ্বোধনের দিন রাম পুজোর অনুমতি মিলছে না কলকাতার কালীঘাটে। বুধবার এই অভিযোগ তুলেই মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামী ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় খুলে যাবে রাম মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে হবে সেই অনুষ্ঠানে। ওই দিন দেশ জুড়ে একাধিক জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দিনই কালীঘাটে ৬৬ পল্লী ক্লাবের কাছেও রাম পুজোর আয়োজন করতে চায় ‘কালীঘাট বহুমুখী সেবা সমিতি’। অভিযোগ, সেই পুজোতেই বাধ সাধছে পুলিশ। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে অযোধ্যায়। সে দিন কালীঘাটের ৬৬পল্লি ক্লাব এলাকায় রামপুজোর আয়োজন করছে। সে দিন বিশাল এলইডি স্ক্রিনে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন দেখানোর পাশাপাশি চলবে রামপুজো। পুজোর পর বিতরণ করা হবে প্রসাদ। কিন্তু সেই অনুষ্ঠানের অনুমতি দেয়নি পুলিশ। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে ৬৬টি পল্লি ক্লাব।
বুধবার মামলার আবেদনে জানান হয়েছে, একমাস আগে থেকে এই অনুষ্ঠানে জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও অনুমতি দেয়নি। কালীঘাটের বহুমুখী সেবা সমিতি এই পুজোর আয়োজন করেছে। পুলিশ অনুমতি না দেওয়ায় তারা আদালতের দ্বারস্থ হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।

আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে।প্রসঙ্গত, রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে সেজে উঠেছে সরপজ নদীর পাড়। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠান উপলক্ষ্যে অযোধ্যায় ভক্তের ঢল নামতে শুরু করেছে। ১৫ জানুয়ারি থেকে একাধিক অনুষ্ঠান শুরু হচ্ছে অযোধ্যায়। ওই দিন গর্ভগৃহে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হবে। ১৬ জানুয়ারি হবে অধিবাস। এর রামমন্দিরের গর্ভগৃহ পবিত্র করার অনুষ্ঠান পালন করা হবে ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি হবে বিশেষ যজ্ঞ। ওই দিন ১২৫টি কলসের জল দিয়ে স্নান করানো হবে রামলালাকে। মূল অনুষ্ঠান হবে ২২ জানুয়ারি। ও দিন দুপুর ১২টা ২৯ থেকে ১২টা ৩০-এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হবে।২২ ডিসেম্বেরর অনুষ্ঠানের টানা সম্প্রচার করতে চেয়েছিল ৬৬টি পল্লি ক্লাব। সেই সঙ্গে রামপুজোর অয়োজন করে তারা। এই উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণের কর্মসূচি নেওয়া হয়। একমাস আগে পুলিশে এই অনুষ্ঠানের ব্যাপারে জানানো হলেও শেষমেষ পুলিশ তা নাকচ করে দেয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *