প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের একাধিক জায়গায় ইডি-র হানা। ইডির হানা শাসকদলের মন্ত্রী, বিধায়ক ও নেতার বাড়িতে। শুক্রবার ভোরে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর লেকটাউন শ্রীভূমি এলাকায় বাড়িতে ইডির হানার পাশাপাশি রাজ্যের বিধায়ক তাপস রায় ও উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তী বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকেরা।শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই সিজিও কমপ্লেক্স থেকে ইডির একাধিক দল অভিযান শুরু করে। রিপোর্ট অনুযায়ী, সকাল ৭টার কিছু আগেই ইডি আধিকারিকদের একটা দল এসে পৌঁছায় লেকটাউনে সুজিত বসুর বাড়িতে। রাজ্যের দমকল মন্ত্রীর বাড়ি ঘিরে ফেলেন সিআরপিএফ জওয়ানরা। এদিকে না যায়, বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর শেষ পর্যন্ত মন্ত্রীর বাড়ির দরজা খোলে। রিপোর্ট অনুযায়ী, পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। উল্লেখ্য, এর আগে গতবছর অগস্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছিল সুজিত বসুকে। তবে সেই সময় সুজিত বসু তদন্তকারীদের সামনে হাজির হননি। জানা গিয়েছে, সুজিত বসুর নাম জড়িয়েছে দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতির সঙ্গে।
দাবি করা হচ্ছে, যেই সময় দক্ষিণ দমদমে এই দুর্নীতি হয়, তখন পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত।আজ সকাল সকাল তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দিল ইডি। শাসকদলের এই বর্ষীয়ান নেতা বরানগরের বিধায়ক সেই ২০১১ সাল থেকে। তিনি দলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতিও বটে। এই আবহে আজ সকালে বউ বাজারে তাপস রায়ের ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। বিবি গাঙ্গুলি স্ট্রিটে যে আবাসনে তাপসবাবু থাকেন সেখানে সাত সকালে পৌঁছে যান তদন্তকারীরা। আসাবসেন মূল ফটক তখনও বন্ধ। পরে ডাকাডাকির পর খোলা হয় গেট। এদিকে উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সলির সুবোধ চক্রবর্তীর বাড়িতেও আজ হানা দিয়েছে ইডি। বিরাটির খলিসাকোটা পল্লীতে তাঁর বাড়ি। এর আগে উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানও ছিলেন সুবোধ।এদিন কুণাল ঘোষ বলেন, “সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপির নিদের্শে হচ্ছে। বিজেপি নেতারা তাঁদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট পাঠিয়ে দিচ্ছে ইডি-সিবিআইকে। তার পর তল্লাশি হচ্ছে। মানুষের মনে তৃণমূলের বিরুদ্ধে নেতীবাচক ধারণা তৈরির চেষ্টা চলছে।”