দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-খালে পড়ে যুবকের দেহ। পিটিয়ে মারার অভিযোগ পরিবারের। ঘটনাস্থলে প্রগতি ময়দান থানার পুলিস। মৃত যুবকের নাম বিশ্বজিৎ মন্ডল। তাঁর বয়স ১৯ বছর। জানা গিয়েছে মুকুন্দপুর বোঝেরহাট এলাকার বাসিন্দা এই যুবক।গত ৯ জানুয়ারি রাতে পিসির বাড়িতে শীতলা পুজোর মেলা দেখতে গিয়েছিলেন বিশ্বজিৎ। সেখানে কয়েক জন যুবকের সঙ্গে বচসায় জড়ান তিনি। এর পর ওই যুবকরা বিশ্বজিৎকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তার পর থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবক। প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ করা হয় পরিবারের তরফে।
বিশ্বজিতের আত্মীয়দের দাবি, ৯ তারিখ রাতে ধাপার কাছে থানাবেড়িয়া এলাকায় পিসির গিয়েছিলেন বিশ্বজিৎ। রাত সাড়ে ৯টা নাগাদ পিসির বাড়ি থেকে বেরিয়ে মেলায় যান তিনি। সেখানে মদ্যপানও করেন। রাতের দিকে রাস্তায় এক যুবতীর সঙ্গে বচসায় জড়ান তিনি। অভিযোগ, বচসার পরই ওই যুবতীর সঙ্গীরা গভীর রাতে অপহরণ করে বিশ্বজিৎকে। বন্ধুরাও খুঁজে পায়নি ওই যুবককে। তার পর দু দিন খোঁজ মেলেনি। শুক্রবার সকালে চৌবাগা খালে তাঁর দেহ উদ্ধার হয়।