দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূলের সংহতি মিছিলের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ জানুয়ারি কালীঘাট মন্দির থেকে শুরু করে বিভিন্ন মন্দির-মসজিদ-গুরুদ্বার ঘুরে হবে সর্বধর্ম সমন্বয় মিছিল জানালেন মমতা। একই সঙ্গে ব্লকে ব্লকেও ওদিন মিছিলের আয়োজন করা হয়েছে। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের মেগা উদ্বোধন। গোটা দেশে সেদিন অকাল দীপাবলি পালনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার পাল্টা কর্মসূচি ঘোষণা করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। কলকাতার রাজপথে মেগা সংহতি মিছিলের ডাক দিলেন মমতা। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করেন তিনি। যেদিন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে, সেদিন সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন মমতা। আর তারপর কলকাতার রাজপথে মেগা সংহতি মিছিলে হাঁটবেন তৃণমূল নেত্রী।
সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত এই মিছিল হবে বলে জানালেন তিনি। মিছিল শেষে বক্তব্য রাখবেন মমতা।শুধু শহর কলকাতাতেই নয়, সেদিন গোটা রাজ্যজুড়ে সংহতির বার্তা নিয়ে এই সম্প্রীতি মিছিল করবে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, ২২ জানুয়ারি কলকাতার পাশাপাশি প্রত্যেক জেলায় প্রতিটি ব্লকে সবাইকে নিয়ে সম্প্রীতি মিছিল করতে তৃণমূল।এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, ‘আমাকে বিভিন্ন মন্দির নিয়ে প্রশ্ন করা হচ্ছে। আমার এই নিয়ে কোনও কিছু বলার নেই। আমি বার বার বলি ধর্ম যার যার উৎসব সবার। ২২ জানুয়ারি আমি নিজে একটি মিছিল করল। প্রথমে আমি নিজে কালী মন্দিরে যাব। ওখানে সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা সভা করব।’এই মিছিলে দলের পাশাপাশি নাগরিক সমাজকেও শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বিজেপিকে তোপ দেগে বলেন, ‘এটার নাম হবে সম্প্রীতি মিছিল। বিজেপি বলে যাচ্ছে চোর। ওরাই সব চেয়ে বেশি চোর। বড়ো বড়ো গুন্ডা, ক্রিমনাল এজেন্সি এর আশ্রয়ে বসে আছেন। দেখুন আমার পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল কেটে যেতে পারে। কিন্তু তার জন্য সবাই খারাপ নয়।’
Hindustan TV Bangla Bengali News Portal