প্রসেনজিৎ ধর, কলকাতা :- বেলেঘাটা মেইন রোডে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় আহত ২৯ জন যাত্রী। আহতদের মধ্যে শিশুও রয়েছে। আহতদের এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রানি রাসমনি বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। আহত যাত্রীদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিয়ালদহ থেকে ধামাখালির দিকে যাচ্ছিল ৪৪/১ রুটের একটি বাস। সেসময়ে বেলেঘাটার থেকে শিয়ালদহগামী ওপর একটি সরকারি বাস ধাক্কা মারে। দুটি বাসেরই সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন বিকেলে বেলেঘাটা মেন রোড ধরে তীব্র গতিতে ধর্মতলা থেকে ধামাখালির দিকে যাচ্ছিল একটি সরকারি বাস৷ বেলেঘাটা রাসমণি বাজারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা ৪৪/১ রুটের একটি বেসরকারি বাসকে মুখোমুখি ধাক্কা মারে সরকারি বাসটি৷ প্রবল সংঘর্ষের জেরে দুটি বাসের ভিতরেই ছিটকে পড়েন যাত্রীরা৷ রক্তাক্ত হন অনেকে৷ঘটনার সঙ্গে সঙ্গে প্রথমে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান৷ বাসের ভিতর থেকে একে একে নামিয়ে আনা হয় যাত্রীদের৷ সব মিলিয়ে প্রায় ২৯ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একটি শিশুকে বেলেঘাটা শিশু হাসপাতালে ভর্তি করতে হয়৷ বাকিদের এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷