Breaking News

সন্দেশখালি কাণ্ডে যৌথ তদন্তে সিবিআই ও রাজ্য পুলিশ, সিট গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সন্দেশখালি কাণ্ডের তদন্তের জন্য রাজ্য পুলিশ ও সিবিআই আধিকারিকদের নিয়ে সিট গঠন করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিকেলে এই নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি জানিয়েছেন, সিটে থাকতে পারবেন না ন্যাজাট থানার কোনও আধিকারিক। তবে রাজ্যপুলিশের সঙ্গে যৌথ তদন্তে সাফল্য নিয়ে সন্দিহান সিবিআই। সিবিআইকে আশ্বস্ত করতে গোটা তদন্তপ্রক্রিয়ার ওপর আদালত নজরদারি করবে বলে জানিয়েছেন বিচারপতি।রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালিতে আক্রান্ত হয়েছেন ইডির আধিকারিকরা। সেই ঘটনাক মূল অভিযুক্ত শাহজাহান শেখ এখনও অধরা। এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা করে ইডি।

এদিন সেই মামলার রায়ে বিচারপতি জয় সেনগুপ্ত জানান, সিবিআই বা রাজ্য পুলিশ নয়, তদন্ত করবে সিট। আদালত জানিয়েছে, সন্দেশখালিতে গত ৫ জানুয়ারি তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহানের অনুগামীদের হামলার ঘটনায় পুলিশের দায়ের করা এফআইআর ও ইডির এফআইআর-এর তদন্ত করবে সিট |এছাড়া ওই ঘটনায় শাহজাহান শেখের বাড়ির স্বঘোষিত দারোয়ান ইডির বিরুদ্ধে যে এফআইআর করেছিলেন তাতে ইতিমধ্যে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন বেলা ২টোর মধ্যে সিবিআই ও রাজ্য পুলিশকে একজন করে আধিকারিকের নাম জানাতে বলে আদালত। নির্দিষ্ট সময়ের পর রাজ্যের তরফে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জশপ্রীত সিংহ থাকবেন বলে জানানো হয়। সিবিআইয়ের তরফে যৌথ সিটে আপত্তি তুলে জানানো হয়, এর আগেও এই ধরণের যৌথ সিট গঠন করেছিল আদালত। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। রাজ্য পুলিশের তরফে কোনও সহযোগিতা পাওয়া যায়নি। তখন বিচারপতি তাদের আশ্বস্ত করে বলেন, আদালত তদন্তপ্রক্রিয়ার নজরদারি করবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *