দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-২১ জুলাইয়ের সভাস্থলেই হবে আইএসএফের সভা। নওশাদ সিদ্দিকির আর্জিতে সম্মতি দিল কলকাতা হাই কোর্ট। তবে মানতে হবে একাধিক নিয়ম।
আগামী ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে ওইদিন তারা সভা করতে চান ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউসের সামনে। অর্থাৎ যেখানে তৃণমূলের শহিদ দিবসের সভা হয়, সেই জায়গাতেই সভা করতে চায় নওশাদ সিদ্দিকির দল। তাতে পুলিশের অনুমতি মেলেনি। তাই নওশাদের দল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানিতে এদিন আদালতের তরফে গতবছর রানি রাসমণি অ্যাভিনিউ রোডে ঘটা অশান্তি নিয়ে প্রশ্ন করা হয়। ব্যাখ্যা চাওয়া হয় আদালতের কাছে। এর পর বিচারপতি বলেন, সভা করতে বারণ করছে না কোর্ট। তবে লোক আনার ক্ষেত্রে বিধি নিষেধ রাখুক সংগঠন। সেই নিয়ে সংগঠনের বক্তব্যও জানতে চায় আদালত।আইএসএফের আইনজীবীকে পুলিশের পেশ করা ভিডিয়ো দেখিয়ে বিচারপতি তার ব্যাখ্যা তলব করেন। বলেন, ওই জায়গায় তো অনেক দলই সভা করে।