প্রসেনজিৎ ধর, কলকাতা :- অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন তৃণমূলের ‘সংহতি যাত্রা’র অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার মামলাকারী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে মিছিলের অনুমতি দিলেও বেশ কিছু শর্ত দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশের পর মিছিলে আর কোনও বাধা রইল না বলে মনে করা হচ্ছে।২২ জানুয়ারি সকালে কালীঘাটে মা কালীর পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের লোককে নিয়ে মিছিল করবেন মুখ্যমন্ত্রী। হাজরা থেকে মন্দির, মসজিদ গুরুদ্বার ছুঁয়ে পার্ক সার্কাসে হবে জনসভা। এই সংহতি মিছিলকে কেন্দ্র করেই দানা বেঁধেছে বিতর্ক। এই কর্মসূচি আদতে বিভাজন তৈরির চেষ্টা বলেই দাবি বিজেপির।মুখ্যমন্ত্রীর সংহতি মিছিলের দিন বদলের দাবিতে হাই কোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তাঁর দাবি ছিল, রামমন্দির উদ্বোধনের দিন রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, শুভেন্দুর সেই আবেদন কার্যত খারিজ করে দিল।তবে মিছিলের অনুমতি দিলেও কিছু শর্ত চাপিয়েছে আদালত। হাই কোর্ট জানিয়েছে, কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করবে, মিছিল থেকে এমন কোনও মন্তব্য করা যাবে না। তাছাড়া এই ধরনের মিছিলে যানবাহণের সমস্যা হয়, সাধারণ মানুষের সমস্যা হয়, রাজ্য এবং শাসকদলকে সেদিকটাও নজর রাখতে বলেছে হাইকোর্ট।