দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিকে নিয়োগ -রেশনের পর এবার এসএসসি দুর্নীতিতেও সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সকাল থেকে শহরের ৭ ঠিকানায় হানা দিয়েছে তদন্তকারী আধিকারিকরা। এর মধ্যে সদ্য জামিন পাওয়া প্রসন্ন রায়ের ফ্ল্যাট, অফিসের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িও রয়েছে। সূত্রের খবর, প্রসন্ন রায় ঘনিষ্ঠ ব্যবসায়ী নিয়োগ দুর্নীতির মিডলম্যান ছিলেন।বৃহস্পতিবার সাত সকালে নিউটাউনের বলাকা আবাসনে ইডি গোয়েন্দারা।
আবাসনে ঢুকেই দুটি পৃথক টিমে ভাগ ইডি গোয়েন্দারা। একটি টিম আবাসনের A8 ফ্ল্যাটে, যেখানে প্রদীপ সিং এর পরিবার থাকে। পরিবারের সঙ্গে কথা বলার পরেই অন্য একটি ফ্ল্যাটে যান A5 এ। এই মুহূর্তে বেশকিছু নথি নিয়ে সেখানে প্রদীপ সিং-এর আত্মীয়কে সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছে ইডি। অন্য আরেকটি B6 ফ্ল্যাটে পৌঁছে যান আরেকটি ইডি টিম। ওই ফ্ল্যাটটি প্রসন্ন রায়ের মায়ের নামে রয়েছে। তালা বন্ধ ওই ফ্ল্যাট। আবাসনের সেক্রেটারিকে ডেকে শুরুতেই কথা বলেছেন ইডি আধিকারিকরা।নিউটাউনের অভিজাত এলাকার বিজ়নেস টাওয়ারের চতুর্থ তলায় প্রসন্ন রায়ের অফিস SDD ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের অফিসে তল্লাশি চালান তদন্তকারীরা। তবে সেখানে পৌঁছে অফিসে ঢোকার জন্য তিন ঘণ্টা অপেক্ষা করতে হয় তাঁদের। পরে তাঁদেরই এক কর্মী আসেন। তাঁকে সার্চ ওয়ারেন্ট দেখিয়ে ‘অপারেশন’ শুরু করেন তদন্তকারীরা।ইডি সূত্রে খবর, ৪০০টিরও বেশি জায়গায় সম্পত্তি রয়েছে প্রসন্নকুমার রায়ের। তাঁর এই সম্পত্তির উৎস কী, তা জানতে এবার তদন্তে নেমেছে ইডি। বৃহস্পতিবার সকাল থেকে নিউটাউন বলাকা আবাসনের দুটি বাড়ি, দক্ষিণ ২৪ পরগনার আইডিয়াল ভিলা-সহ একাধিক জায়গায় ইডি তল্লাশি অভিযান।