দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গত কয়েকদিন ধরেই জল্পনা চলছে। কেউ প্রকাশ্যে মুখ না খুললেও ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে রাজনৈতিক মহলে। তবে এবার একেবারে দ্ব্যর্থহীন ভাষায় মমতা বুঝিয়ে দিলেন জোটের ‘অঙ্ক’। সাফ জানিয়ে দিলেন, কারও সঙ্গে সম্পর্ক নেই তাঁর। বাংলায় একাই লড়বেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ইন্ডিয়া জোটের শরিক সিপিএম-এর ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন মমতা, এবার সরাসরি নিশানা করলেন কংগ্রেসকে। তাঁর সব প্রস্তাবই নাকি প্রত্যাখ্যান করছে কংগ্রেস। আর তাতে বেজায় ক্ষুব্ধ তৃণমূল নেত্রী। তাই বাংলায় অন্তত জোটের পথে হাঁটছেন না তিনি।মঙ্গলবার গুয়াহাটিতে ভারত জোড়ো ন্যায় যাত্রার সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। সময়মতো তার ফল আপনারা জানতে পারবেন।
মমতাদির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। হ্যাঁ, এটা ঠিক যে মাঝে মাঝে আমাদের বা ও ওদের কেউ জোট নিয়ে বিরূপ মন্তব্য করে ফেলেন। তবে তা জোটের পথে বাধা হবে বলে মনে হয় না। রাহুল গান্ধীর এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাইলে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘না, আমার কোনও কথা হয়নি। আমার সঙ্গে কারও কোনও কথা হয়নি। আমি প্রস্তাব দিয়েছিলাম। ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একা লড়ব’। অভিমান করে মমতা বলেন, ‘আমরা ইন্ডিয়া জোটে আছি। কখনও একবারও জানিয়েছে, দিদি আমি আপনার রাজ্যে যাচ্ছি? না, জানায়নি। তাই বাংলার ব্যাপারে আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই। অল ইন্ডিয়ায় কী করব না করব আফটার ইলেকশন ভাবব। আমরা সেকুলার পার্টি। আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার করব। এটা এখন কোনও চর্চা নেই, মিথ্যে কথা। অ্যাবসোলিউটলি রং’।বুধবার বর্ধমানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। সেখানে যাওয়ার পথেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিলেন তিনি।