প্রসেনজিৎ ধর :-১৯ দিন পর ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । এবার একেবারে আঁটসাঁট নিরাপত্তা নিয়ে সন্দেশখালিতে শেখ শাহাজাহানের বাড়িতে তল্লাশি চালালেন আধিকারিকরা। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে বুধবার সকাল থেকে সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে হাজির হন ইডি আধিকারিকরা। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিপুল সংখ্যক জওয়ান। শাহজাহানের বাড়িতে এদিনও তালাবন্ধ ছিল। চাবিওয়ালা ডেকে সেই তালা ভেঙে বাড়ির ভিতরে ঢোকেন ইডি আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে ফেলেন জওয়ানরা।
স্থানীয় বাসিন্দাদের সাক্ষী রেখে এদিনের তল্লাশি অভিযান চালায় ইডি |সন্দেশখালিতে প্রথমবার গিয়ে আক্রান্ত হওয়ার ১৯ দিন বাদে আবার সেখানে গিয়েছে ইডি। প্রথম থেকেই প্রশ্ন উঠছিল এতদিন পর শাহজাহানের বাড়ি গিয়ে কি রেশন দুর্নীতির কোনও তথ্য পাওয়া যাবে? উত্তর এল। ইডি সূত্রে জানা গেল, চার ঘণ্টা তল্লাশির পর এখনও বিশেষ কোনও নথি মেলেনি। কিছু খালি ব্রিফকেস আছে। জামা কাপড় পাওয়া গিয়েছে শাহজাহানের আলমারি থেকে। তবে নথি কিন্তু কিছু নেই। গোয়েন্দারা মনে করছেন, শেখ শাহাজাহান পালিয়ে যাওয়ার আগে সমস্ত নথি নিয়ে গিয়েছেন।উল্লেখ্য, আজ মোট ১৩ জন প্রবেশ করেন শাহজাহানের বাড়ির ভিতরে। এর মধ্যে ৬ জন আধিকারিক, ২ জন স্থানীয় সাক্ষী, ৩ জন ইডির সাক্ষী, ১ জন তালা ভাঙার লোক, ১ জন ইডি ভিডিয়োগ্রাফার। এ দিনের তদন্তে এই তৃণমূল নেতার বাড়িতে প্রবেশের আগে রাজ্য পুলিশের সঙ্গে বচসা বাধে ইডির। পুলিশ আধিকারিকরা ইডি আধিকারিকদের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান। সেই সার্চ ওয়ারেন্টও দেখান গোয়েন্দারা। এরপরই ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় তাঁদের।শেষ পাওয়া খবর অনুযায়ী, সরবেড়িয়ায় শাহজাহানের বাড়ি এখনও খালি। কেউ নেই সেখানে। রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে তাঁর বাড়ি থেকে নথিপত্র উদ্ধারের উদ্দেশেই বুধবার সেখানে পৌঁছন ইডি আধিকারিকরা। তবে প্রশ্ন উঠছে, এতদিন পর কি বাড়িতে আদৌ কোনও প্রমাণ পাওয়া যাবে? সেসব কি ইতিমধ্যেই নষ্ট করে ফেলেননি শাহজাহান? তবে এখনও আশা ছাড়ছেন না ইডি আধিকারিকরা।