প্রসেনজিৎ ধর,কলকাতা :- মেডিক্যাল দুর্নীতি মামলায় হাইকোর্টে বেনজির সংঘাত। বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেডিক্যালে ভর্তিতে বেনিয়ম, তাতে সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ আর বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে তা খারিজ- এই সংক্রান্ত টানাপোড়েনের মাঝে বৃহস্পতিবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি সেনকে তোপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। রাজ্যের বিরুদ্ধে কোনও নির্দেশ দিলেই স্থগিতাদেশ। প্রধান বিচারপতিকে বিষয়টি দেখার অনুরোধ, মন্তব্য জাস্টিস গঙ্গুলির। বিষয়টির সূত্রপাত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে মেডিক্যালে ভর্তিতে বেনিয়ম সংক্রান্ত একটি মামলা আসে। তাতে বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সে দিনই রাজ্য তা মৌখিকভাবে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি সৌমেন সেন আধ ঘণ্টার মধ্যেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তবর্তী স্থগিতাদেশ দেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ মানতে চাননি। বিচারপতির দাবি, তাঁর ডিভিশন বেঞ্চের নির্দেশের কোনও লিখিত আকার ছিল না। নিজের নির্দেশেই অনড় থাকেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআইকে এফআইআর করার নির্দেশ দেন। কিন্তু আজ অর্থাৎ বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ সিবিআই-এর এফআইআর খারিজ করে দেন। এখানেই সূত্রপাত।বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, বিচারপতি সৌমেন সেনের যা রায় কিংবা তাঁর যা কার্যপ্রণালী তা একেবারের রাজনৈতিক স্বার্থে, একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে। বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকে বাঁচানোর চেষ্টা করছেন বিচারপতি সৌমেন সেন। কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করবেন না, সে প্রশ্নও তোলেন।বিচারপতি সেনের বিরুদ্ধে যেভাবে বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, তা তিনি লিপিবদ্ধও করার নির্দেশ দেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় রেজিস্ট্রার অব্ জেনারেলকে নির্দেশ দিয়েছেন, এই রায়ের কপি যেন চিফ্ জাস্টিস অব্ ইন্ডিয়ার কাছে পাঠানো হয়।
Hindustan TV Bangla Bengali News Portal