Breaking News

গাফিলতি স্বীকার, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এবার কড়া পদক্ষেপ ডিজির!রাজীব কুমারের ভর্ৎসনা বর্ধমানের পুলিশ সুপারকে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পূর্ব বর্ধমানে সভা সেরে ফেরার পথে মাথায় চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার সময় গলি দিয়ে বেরনোর পথে মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে চলে আসে একটি গাড়ি। তাও রুদ্ধশ্বাস গতিতে। মুখ্যমন্ত্রীর গাড়িরচালক সজোরে ব্রেক কষেন। তাতে কপাল ঠুকে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কপালে চোট পান মুখ্যমন্ত্রী। আজ, বৃহস্পতিবার এই ঘটনার প্রেক্ষিতেই সব জেলার পুলিশ সুপার ও একাধিক কমিশনারেটের পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ওই বৈঠকেই পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদ্বীপকে ভর্ৎসনা করেন ডিজি রাজীব কুমার।

এই ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‌আর একটু হলে পুরো মরেই যেতাম।’‌ বুধবার এই ঘটনার পরই প্রশ্ন উঠেছিল, নিরাপত্তায় কি গাফিলতি ছিল?‌ এদিন নবান্নের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়, নিরাপত্তায় গাফিলতি ছিল। আর তাই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করতে আজ বিশেষ বৈঠক ডাকলেন ডিজি রাজীব কুমার। আজ সব জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেটের কমিশনারদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে রয়েছেন ডিরেক্টর অফ সিকিউরিটিও।মুখ্যমন্ত্রীর কথায়, সামনে চলে আসা ওই গাড়ির গতিবেগ ছিল ২০০। আর অতর্কিত এই পরিস্থিতিতে পড়ে সজোরে ব্রেক কষতে বাধ্য হন মুখ্যমন্ত্রীর গাড়ির চালক। তাতে কপাল ঠুকে যায় মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এই ঘটনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আজকের বৈঠকে। পুলিশ সুপার ও বিভিন্ন কমিশনারেটের পুলিশ কমিশনারদের উদ্দেশে তাঁর বক্তব্য, ‘‌এত ক্যাজুয়াল কেন?‌ সিরিয়াস হন। বড় ঘটনা ঘটে যেতে পারত। একজন ভিভিআইপি যে রাস্তা দিয়ে আসছেন সেই রাস্তায় অন্য একটি গাড়ি ঢুকে পড়ল। এটা গোটা বিষয়কে ক্যাজুয়ালি নেওয়ার ফল।’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *