দেবরীনা মণ্ডল সাহা :-সারা দেশ শুক্রবার উদযাপন করল প্রজাতন্ত্র দিবস। এই বছর ৭৫ বছরের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে এসেছিলেন ইমানুয়েল ম্যাঁক্রো।’বিকশিত ভারত’ এবং ‘ভারত – লোকতন্ত্র কি মাত্রুকা’-এর যুগল থিমের উপর ভিত্তি করে, এই বছরের কুচকাওয়াজে ১৩০০০ বিশেষ অতিথিকে অংশগ্রহণ করতে দেখা গেছে।প্রতিবছরের মতোই এবারও সাধারণতন্ত্র দিবসে অনুষ্ঠানে একাধিক যুদ্ধাস্ত্র প্রদর্শন করেছে সেনা। তবে এবারের চমক ছিল নারীবাহিনী। এদিনের অনুষ্ঠানে ট্যাঙ্ক টিএস ভীষ্ম, নাগ মিসাইল, বিএমবি ২.২ প্রদর্শন করা হয়েছে কর্তব্য পথে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপনাস্ত্র পিনাকা রকেট সিস্টেমের পাশাপাশি বিশেষ রেডারও দেখা যায়। প্রত্যেকটি অস্ত্রের সঙ্গেই ছিলেন মহিলা সেনা আধিকারিকরা।প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সকলের মন জয় করলেন ভারতের ‘রকেট গার্ল’রা। যে মহিলা বিজ্ঞানীরা ছিলেন চন্দ্রযান-৩ সফল অভিযানের নেপথ্যে। এবারের কুচকাওয়াজে ছিল নারী শক্তির প্রদর্শন। মহাকাশ গবেষণা সংস্থা, ‘ইসরো’র ট্যাবলয়েডেও দেখা গেল সেই নারী শক্তিরই জয়গান। ‘চন্দ্রযান-৩ -এর ট্যাবলো নিয়ে কর্তব্য পথে এলেন ৮ মহিলা বিজ্ঞানী। ট্যাবলোয় তাঁদের কম্পিউটারে কর্মরত অবস্থায় দেখা যায়। আর তাঁদের ট্যাবলো, কর্তব্যপথে প্রবেশ করতেই, দর্শকদের মধ্যে দেখা গেল প্রবল উন্মাদনা। জনতার দিকে হাত নাড়তে দেখা যায় তাঁদের। তবে, শুধু এই ৮ জনই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ আমন্ত্রণে দর্শক আসনে উপস্থিত ছিলেন ইসরোর আরও ২২০ জন মহিলা বিজ্ঞানী।২০২৩-এ ভারতের উল্লেখযোগ্য সাফল্যের অন্যতম ছিল চন্দ্রযান-৩ অভিযান। ইসরোর এদিনের ট্যাবলোয় ছিল চাঁদের শিব-শক্তি পয়েন্ট, যেখানে নেমেছিল চন্দ্রযান-৩। এছাড়া ছিল বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারের মডেল। কীভাবে পৃথিবীর কক্ষপথে আবর্তিত হতে হতে, মাধ্যাকর্যণ ছাড়িয়ে চাঁদের কক্ষ পথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩, তাও দেখানো হয় ট্যাবলোয়। গত বছর ইসরোর আরও এক বড় সাফল্য ছিল আদিত্য এল১ অভিযান। এল১ পয়েন্ট থেকে সূর্যকে পর্যবেক্ষণের পথে আর কোনও বাধা থাকে না। এই অভিযানেরও নেতৃত্বে ছিলেন এক মহিলা।এছাড়া ‘বাহুবলী রকেট’ নামে পরিচিত, ভারতের লঞ্চ ভেহিকেল, মার্ক ৩-এর একটি মডেল, ভারত ভবিষ্যতে যে মহাকাশ স্টেশন তৈরি করবে তার একটি ছবি এবং গগনযান অভিযানের একটি ছবি ছিল ট্যাবলোয়।
ভবিষ্যতের সঙ্গে ইতিহাসকেও যুক্ত করা হয়েছে ইসরোর ট্যাবলোয়।প্রাচীনকালের আর্যভট্ট এবং বরাহমিহিরের মতো ভারতের প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীদের ছবিও ছিল ট্যাবলোয়।কর্তব্যপথে কুচকাওয়াজের দর্শকাসনে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান, এস সোমানাথও। তিনি আগেই জানিয়েছেন, চন্দ্রযান-৩ অভিযান এবং আদিত্য এল-১ অভিযানে মহিলারা নেতৃত্ব দেওয়ার পর খুব শিগগিরই ভারত একজন মহিলাকে মহাকাশেও পাঠাতে পারে। নানা ক্ষেত্রেই ইতিহাস গড়েছে ৭৫তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান। বায়ুসেনার সি-২৯৫ বিমানটি এই প্রথমবার প্রদর্শিত হল সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে। চারটি বিমানের ফর্মেশন গঠন করে উড়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস। এদিন কুচকাওয়াজে অংশ নেন জেরি ব্লেইজ ও সুপ্রিথা সিটি। পরিচয়ে তাঁরা স্বামী-স্ত্রী। এই প্রথমবার স্বামী-স্ত্রী দুজনেই সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ নিলেন।