প্রসেনজিৎ ধর, কলকাতা :-২০২৪ সালের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হল কেন্দ্রের তরফে৷সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের বেছে নেওয়া হয় এই বিশেষ পুরস্কারগুলির জন্য। এবছরে পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় জ্বলজ্বল করছে বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম৷ পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী৷ বাংলার উষা উথুপকেও পদ্মভূষণ দেওয়া হয়েছে।এঁরা দু’জন ছাড়াও বাংলা থেকে পদ্মশ্রী সম্মান পেয়েছেন আটজন। মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন সত্যব্রত মুখোপাধ্যায়।এবছর পশ্চিমবঙ্গ থেকে আটজন পেয়েছেন পদ্মশ্রী সম্মান । তাঁরা হলেন, পুরুলিয়া জেলার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি, ছৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর। নেপালচন্দ্র সূত্রধরকে মরণোত্তর এই সম্মান দেওয়া হচ্ছে। মৃৎশিল্পী সনাতন রুদ্রপাল ও ভাদুশিল্পী রতন কাহারকে দেওয়া হয়েছে পদ্মশ্রী সম্মান। এ রাজ্যে থেকেই বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে পদ্মশ্রী সম্মান পেয়েছেন একলব্য শর্মা ও নারায়ণ চক্রবর্তী।
শিল্পে পদ্মশ্রী সম্মানে ভূষিত তাকদিরা বেগম এবং গীতা রায় বর্মন।এ বছর মোট পাঁচ জনকে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ প্রদান করা হয়েছে। চিরঞ্জীবী, বেঙ্কাইয়া নাইডু ছাড়াও এই সম্মান পেয়েছেন তামিলনাড়ুর বিজয়ন্তীমালা বালি, বিহারের সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর), তামিলনাড়ুর পদ্ম সুব্রহ্মনিয়ম।পদ্মভূষণ দেওয়া হয়েছে ১৭ জনকে। এটি কেন্দ্রের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। এই তালিকায় রয়েছেন কেরলের এম ফতিমা বিভী (মরণোত্তর), মহারাষ্ট্রের সাহিত্য সাংবাদিক হরমুসজি এন কামা, কর্নাটকের শিল্পপতি সীতারাম জিন্দল, মহারাষ্ট্রের চিকিৎসক অশ্বিনী বালচাঁদ মেহতা, মহারাষ্ট্রের রাম নায়েক, গুজরাতের চিকিৎসক তেজস মধুসূদন পটেল, কেরলের ওলানচেরি রাজাগোপাল, মহারাষ্ট্রের দত্তত্রয় অম্বদাস মায়ালু ওরফে রাজদূত, লাদাখের তোগদান রিনপোচে (মরণোত্তর), মহারাষ্ট্রের পেয়ারেলাল শর্মা, বিহারের চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর, তামিলনাড়ুর বিজয়কান্ত (মরণোত্তর) এবং মহারাষ্ট্রের কুন্দন ব্যাস। এক বিদেশিকেও পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে ফক্সকনের সিইও তাইওয়ানের বাসিন্দা ইয়ুং লিউ এই সম্মান পেয়েছেন।
Hindustan TV Bangla Bengali News Portal